বাংলাদেশ, হায়! আমার ভাঙ্গা দেশ!


ছবিঃ ইন্টারনেট

.

যে দেশে একবার সত্য লিখতে দশবার চিন্তা করতে হয় সে দেশে স্বাধীনতা কাহাকে বলে,
.
যে দেশে নিরাপদ সড়ক চাই আন্দোলনে স্তব্দ হয় রাজপথ সে দেশে স্বাধীনতা কি খুব জানতে ইচ্ছে করে!
.
যে দেশে আমাদের ভোটটি রাত বারোটায় দেওয়া হয়ে যায় সে দেশে ২৬ মার্চের তাৎপর্য কি,
.
মায়ের সামনে মেয়ে, বাবার সামনে মেয়ে, লঞ্চে ঘাটে ক্যান্টনমেন্টে যে দেশে ধর্ষিতদের রক্তরস চোপ চোপ সেখানে কিভাবে মনে থাকবে আজ স্বাধীনতা দিবস!
.
যে দেশে ব্যাংকে জনগনের টাকা, শেয়ার, এমএলএম থেকে শুরু করে রাস্তা ইট পর্যন্ত চুরি হয় সে দেশে আমি কিভাবে স্বাধীনতার স্বাদ পাবো,
.
যে দেশে দুদক আমলা এমপি মন্ত্রীদের হাজার কোটি টাকা লোপাট করার বোমা ফাটায় সে দেশে স্বাধীনতা বিষ্পোরিত,
.
যে দেশে প্রায় প্রতিটি খাদ্যে ভেজাল, হোটেলে কুত্তা বিড়াল ইঁদুরের মাংসের খোঁজ মিলে সেখানে আমি আমার সন্তানকে কিভাবে স্বাধীনতার গল্প বলবো!
.
রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি, অব্যবস্থাপনায় অতিষ্ট এই দেশে, কই ৪৮ বছরেও তো ঠিক হলো না, স্বাধীনতা তোমায় সালাম!
.
চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, গুম, খুন, ছিনতাইয়ের এই দেশে তোমরা স্বাধীনতা খুঁজে পাও কি না আমি জানিনা
.
ফুটপাত, ওভার ব্রীজ কিংবা বস্তির মানুষগুলোর মুখে আমি অনেকবার তাকিয়ে দেখেছি স্বাধীনতা খুঁজে পাইনি,
.
প্রশাসন কে আমি অনেকবার বন্ধু ভাবতে চেষ্টা করেছি বরং সে আমার পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে হাতকড়া পড়ানোর স্বাধীনতা দেখিয়েছে,
.
পরীক্ষা দিতে গিয়ে দেখেছি প্রশ্ন ফাঁস, ভাইভা দিতে গিয়ে দেখেছি কেবলি সময় আর টাকার সর্বনাশ, 
.
রাস্তায় দেখেছি রডের বদলে বাঁশ! কোটি টাকার সড়ক বেধরক বৃষ্টি খেয়ে দিয়েছে!
.
আমাকে একটু বলো, তুমি কোথায় কিভাবে কোন জায়গায় স্বাধীনতা নিয়ে গর্ব করবে,
.
ভাই রে স্বাধীনতা দেখেছো কোন পালিয়ে যাওয়া মানুষগুলো দেখোনি
.
কিভাবে দেশ ছেড়ে ইউরোপ আমেরিকায় যাওয়ার জন্য মানুষ প্রাণ পণে লড়াই করে তা ভেবে দেখেছো,
.
ও ভাই, ভাই রে, এই দেশে দেবী শেঠীরা কেনো আসে, সিঙ্গাপুরের এলিজাবেথে মৃত্যুবরণ করতে হয়!
.
কোথায় স্বাস্থ্য, কোথায় অন্ন, কোথায় সবার শিক্ষা, বস্ত্র বাসস্থান! 
.
একবার শুধু আঠারো কোটি বাংলাদেশীকে পাসপোর্ট ভিসা এটা ওটা দিয়ে দেখো তারা রোহিঙ্গাদের মতো মাইগ্রেট করবে!
.
স্বাধীনতার গল্প বলিস্ না আমাকে, জন্ম থেকে দেখে আসছি স্বাধীনতা কত প্রকার ও কি কি!
.
যা পেয়েছি তা কেবলি মুক্তি, পাকিস্তানি শুয়োরদের থেকে মুক্তি, নতুন শুয়োর যে খুবলে খাচ্ছে তা বলার স্বাধীনতা আমার নেই! কখনো ছিলো না!

Comments