বনানীর আগুন নিয়ে সাধারন মানুষ যা ভাবছেন


বনানি তে আগুন লাগার এটা আমার ৪ নং পোস্ট

.

১। গুলশান থেকে বনানী - শুধু মানুষ আর মানুষ... এদের সামলাতেই জান শেষ হয়ে যাচ্ছে পুলিশ আর দমকল বাহিনীর... আগুন নেভাবে কি করে...? কেউ কথা শুনছেনা... কেউ সরছেনা। উৎসুক জনতার উৎসাহ কি ভয়ংকর!!!!

২। এক হাজার মানুষ আটকা পরলে পঞ্চাশ হাজার দর্শক হাজির হবে, সেটাই স্বাভাবিক! আত্মীয়দের উপস্থিতি খুব স্বাভাবিক, যখন কেউ জানছে না ভেতরে তার স্বজনের অবস্থা কি!

৩। কোথাও আগুন লাগলে যেসব লোক তামাসা দেখতে, ছবি তুলতে ভীড় করে রাস্তা ব্লক করে ফেলে তাদের গ্রেফতারে আইন পাশ করা জরুরী হয়ে পড়েছে।

৪। পুরান ঢাকা,নতুন ঢাকা,বস্তি,টাওয়ার কোন কিছুই বাদ যাচ্ছে না।এ শহর আগুন-লাগা শহর হয়ে গেছে! এ শহর বালের শহর হয়ে গেছে! 

৫। নিজের আসন্ন মৃত্যুকে সহজভাবে নিতে শিখতেই যে কোন দুর্ঘটনা-স্থলে ভিড় করে তারা। সাধারণ মানুষ এ-ও জানে,এইসব অব্যবস্থা সৃষ্ট দুর্ঘটনার দায় অসভ্য-অব্যবস্থাপক ও তাদের স্তাবকেরা কেউ নেবেনা; বরং সাধারণ মানুষকে অসভ্য বলে গালি দেবে অন্ধ-অক্ষম ক্ষমতার নেকড়েরা।

৬। ভবন ধ্বসে, আগুন লেগে, বাসচাপায় আমরা প্রতিদিন বেঁচে যাচ্ছি। এই নগর বড় বিষাক্ত।

৭। আজকের পর চুড়িহাট্টা ভুলে বনানী জপবো। অপেক্ষা থাকবে আরেকটি নামের...। অসহায় নগর জীবন। 

৮। আগুনের চরিত্র ফ্যাসিবাদী। থামাও আগুন, থামো আগুন।

৯। বনানীর এফ আর টাওয়ারে আমার পরিচিত কেউ নাই। তবু আমার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে আমিও আটকে পড়েছি ওদের সাথে, দম বন্ধ হয়ে আসছে আমার। নিউজগুলো আর নিতে পারছি না। হে আল্লাহ্ কিছু একটা করো

Comments