ওনাদের আত্মার শান্তি কামনা করি


ছবিঃ ইন্টারনেট

.

আমার ঢাকা,এ যেনো শহর নয় ,
এখানে পুড়া মানুষের আর্তনাদ রাখা ।
আমার ঢাকা,এ যেনো শহর নয় ,
এখানে নিস্পাপ জীবনের অলিখিত,
গাড়ির নিচে চাপা পরে থাকা ।
আমার ঢাকা,এ যেনো শহর নয় ,
এখানে জীবন্ত মানুষের অগ্নিদহ সাঁজিয়ে রাখা।
পরিশেষে মনে কষ্টচাপা বলে উটে 
আমার প্রানপ্রিয় শহর ,
দিন শেষে আর কত তুমি,
আমার চোখে অঝোরে জল ঝরাবে , 
তুমি আর কত নিষ্টুর রূপে আমাকে কাঁদাবে ।

বি:দ্র - প্রাণপ্রিয় মানুষ গুলো যখন এভাবে দমকা হাওয়ায় লুটিয়ে পড়ে, নিস্পাপ দেহ নিয়ে চোখের সামনে মাটির বুকে ,
হায়রে ! নিষ্টুর মানুষ গুলো তোমার কি একটু ও কষ্ট হয় না ? তোমার মনেও কি এমন করে বেদনার সুর বেঁজে উটে না ?
আমরা কি এভাবেই দিনের পর দিন গুমড়ে গুমড়ে মরতে থাকবো ।
......অকালে এই অবুঝ আগুনের দয়ে প্রাণ হারা মানুষ গুলো যেনো ভালো থাকে , তাদের পরিবার কে এই কষ্টকর সময় এ আল্লাহ পাশে থাকে ,, এই কামনায় করি । আমিন ,
বাংলাদেশ সরকার এদের জন্য কিছু করুন ।

Comments