এই পৃথিবীটা নষ্ট হয়েছে। অন্য পৃথিবী দরকার।


ছবিঃ ইন্টারনেট

.

এমন একটা পৃথিবী চাই, গাছ কাটলে যেখানে মিছিল হবে। এমন একটা পৃথিবী চাই, মন ভাঙলে যেখানে শোক সভা হবে। সেখানে কোন এক অজানা গ্রামে ছোট্ট একটা ঘর হবে। যার ছাদটা হবে মমতার। দেওয়াল হবে মায়ার। পাশদিয়ে বয়ে যাওয়া প্রেমময় এক নদী। যার ধারে সারাদিন আমি চাষ করবো। সন্ধ্যায় যখন ক্লান্ত হয়ে কিছু সব্জী নিয়ে ঘরে ফিরব, তুমি কপালের ঘাম মুছিয়ে দেবে। হাত বুলিয়ে আমাতে কানে কানে বলবে, ভালোবাসি। গভীর রাতে পাখিরা গান শোনাবে। ভেজা বাতাসে আমার মাঝে মিশে যেতে চাইবে তুমি। আউলা বাতাসে অপেক্ষা রবে ভোরের। জানো মেয়ে, মধ্যবিত্ত পরিবার গুলোতে একটু ভালোবাসা থাকলে টুকিটাকি সুখের অভাব হয়না। প্রয়োজন তাকে খুঁজে নেওয়ার। এই পৃথিবীটা নষ্ট হয়েছে। অন্য পৃথিবী দরকার।

Comments