সৃষ্টিশীল পেশা ওয়েব ডিজাইন


তথ্যনির্ভর, সংক্ষিপ্ত বিষয়ভিত্তিক লেখা লিখতে হবে। তা না হলে পাঠকের কিন্তু বেশিদিন ভাল লাগবে না সংশ্লিষ্ট সাই

.

ক্যারিয়ার গড়ুন ওয়েব কনটেন্ট রাইটিংয়ে

বর্তমান বিশ্বে ভাল ওয়েব কনটেন্ট রাইটারদের অনেক ডিমান্ড রয়েছে। এরা কেবলমাত্র গড়ুন কনটেন্ট লিখে ঘরে বসে মাসে ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করছেন। বাংলাদেশেও এখন ওয়েব কনটেন্ট রাইটারদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বিষয়নির্ভর যেকোন লেখাই হচ্ছে কনটেন্ট রাইটিং। ইলেকট্রনিক বা প্রিন্ট, যে কোন ধরনের মাধ্যমেই কনটেন্ট রাইটিং তৈরি করে করা যায় ভাল আয়। ওয়েবসাইটের জন্য কনটেন্ট রাইটিং করা হলে তাকে বলা হয় ওয়েব কনটেন্ট রাইটিং।

কাজটা কী?

ওয়েব জার্নালিস্ট বা কনটেন্ট রাইটার বিভিন্ন পত্রপত্রিকা বা বিশেষ কোন বই অথবা ইন্টারনেটে সার্চ ইঞ্জন রাইটার। এরা এক দিকে যেমন সাংবাদিক আবার অন্যদিকে তেমনি একজন গবেষকও। ওয়েবসাইটের ধরন (পোর্টাল বা ভোর্টাল) অনুযায়ী ঠিক করে নিতে হয় লাইন অফ অ্যাকশন; স্ট্যাটিক সাইটের ক্ষেত্র্রে শুধু গবেষণার কাজই করতে হয়। ডায়নামিক সাইটের ক্ষেত্রে গবেষণার পাশাপাশি সুযোগ রয়েছে সাংবাদিকতারও। একজন ওয়েব কনটেন্টন রাইটার বা ওয়েব জার্নালিস্টকে যেকোন বিষয়ে মৌলিক লেখা তৈরি করতে হয়। যেহেতু প্রতিটি সাইটেরই সত্ত্বাধিকারী রয়েছে, তাই যেকোন সাইট থেকে তথ্যের সাহায্য নিলেও হুবহু একই লেখা তৈরি করা যাবে না । ওয়েব দুনিয়ায় বেশ কিছু সফটওয়্যার (যেমন কপিস্কেপ) আছে যা সহজেই ডুপ্লিকেট লেখা ধরে নিতে পারে। লেখা হতে হবে সংক্ষিপ্ত এবং প্রাঞ্জল। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, যাঁরা ওয়েবসাইটে এ ধরনের লেখা পড়েন, তাঁরা কিন্তু পয়সা খরচ করে নেট সার্ফ করেছেন। নেট উপভোক্তা চাইবেন, সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি Read More

আরো বিস্তারিত জানতে চাইলে ভিজিট করে আসুন-

www.tkincome.com

যোগাযোগ

মো: নজরুল ইসলাম

০১৭১৬-৩৮৬৯৫৮

nazruld@yahoo.com

 

 

Comments