আমার মেঘলা আকাশ, আর তুমি!


আজো মনে পড়ে, সেই দিন সে ক্ষণ।
ফেব্রুয়ারির ৭ তারিখ- বিকেলবেলা।
দেখিয়ে দিলে তোমার অজান্তেই-
আমার প্রতি তোমার

.

আজো চোখে ভাসে সে ক্ষণ,
কথা হয়নি, তবে দেখেছিলাম।
চাপা হাসি; যা আমার জন্য নয়-
ব্যাথাটা যে তখনই পেয়েছিলাম।

দেখেছিলাম তোমার অপলক দৃষ্টি-
এক অদ্ভুত ভালো লাগার কাম্য;
দেখেছিলাম ঘোর লাগা এক মোহ,
হায়! সে তো আমার নয়, অন্য কারো জন্য।

আমি নিরুত্তর, আমি হতবাক;
ভালোবাসার টানেই তো ছুটেছিলাম।
আর তুমি! তুমি ভালোবাসোনি আমায়,
তুমিতো ভালোবাসতেই জানলেনা।

অথচ, আজো আমি ব্যস্ত;
এই, অলস দুপুরবেলা।
চেয়ে দেখো, প্রকৃতিও কতটা নিশ্চুপ;
ক্লান্ত আকাশটাও আমার আজ মেঘলা।

Comments