আগুনে পুড়ে ২৬ দিনের নবজাতকের মৃত্যু


আগুনে পুড়ে ২৬ দিনের নবজাতকের মৃত্যু

.

মাগুরা মহম্মদপুর উপজেলার রায়পুরে অগ্নিকান্ডে ২৬ দিনের শিশুর নিহতের ঘটনা ঘটেছে। ২৬ দিন বয়সী নিহত শিশুটির নাম সামিউল, পিতার নাম নাজমুল মোল্লা। শুক্রবার রাত ১০.১০ মিনিটে শুরু হওয়া এই অগ্নিকাণ্ডে গবাদী পশু,ধান,পাট ছাড়াও গৃহস্থালীর যাবতীয়,আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানা যায়, বাড়িতে ৬ বছর ও মাত্র ২৬ দিন বয়সী নবজাতককে রেখে নাজমুল মোল্লার স্ত্রী পাশের বাড়িতে অবস্থানের সময়ে বাড়িতে আগুন লাগে। স্থানীয়রা জানায়, বাড়িতে কোন ব্যক্তির উপস্থিতি না থাকার কারনে এই হতাহতের ঘটনা ঘটেছে। তবে ৬ বছর বয়সী শিশুটি এই দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

উপজেলা ফায়ার সার্ভিস আগুনের সূত্র সম্পর্কে জানায়, ঘরের ভিতর থাকা কেরোসিন ল্যাম্পের থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। এছাড়াও ঘটনাস্থল ফায়ার সার্ভিস অফিস থেকে ৮ কি.মি দূরত্বে হওয়ায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমান সর্বোচ্চ হয়েছে।

466 Views

Comments