ফেসবুকির বত্তমান ঘটনা দিয়ে গলপোডা লেকা


“”শোনো মেয়ে, অত ঘুরিয়ে পেঁচিয়ে কতা কউয়া আমার পচন্দ নয়। তুমাকে আমার ভাল লাগেচে,বিয়ে কত্তি চাই। ইট্টু কতা কউয়া য??

.
 

ফেসবুকির বত্তমান ঘটনা দিয়ে গলপোডা লেকা। বত্তমানে ছেলে মেয়েরা পুরোফাইল পিকচার দেকেই পেরেম কত্তি চাই এবং খালি মেসেনজারে মেসেজ করে। সেদিন এট্টা ছেলে সরাসরি মেসেজ দিলো– -“”শোনো মেয়ে, অত ঘুরিয়ে পেঁচিয়ে কতা কউয়া আমার পচন্দ নয়। তুমাকে আমার ভাল লাগেচে,বিয়ে কত্তি চাই। ইট্টু কতা কউয়া যাবে.??””
মেয়েডা রীতিমত অবাক হল–এরাম মানুষও ফেসবুকি আচে নাকি.!!
ব্লক অপশনে ক্লিক করতি যায়ে হটাত মেয়েডার ইট্টু দুষ্টু বুদ্ধি মাতায় চাপলো।
মেসেজের উত্তর দিলো…
–ধোন্যবাদ ছোটভাই। তবে আপনি বোদায় টাইপিংয়ে ভুল করে ফেলেচেন।”
তকন ছেলেডা লেকলো,,
–কই না তো। যা লেকিচি, সত্তি লেকিচি। আমি সত্তি তুমাকে বিয়ে কত্তি চাই।
মেয়েডা উত্তর দিল,,
–ছিঃ পিচ্ছি ছিঃ। আপনার মত ভদ্দর ঘরের ছেলের মুকি এসপ মানায় না। ছেলেডা লেকলো,, ভদ্দর ঘরের ছেলে বুলেই তো ইনবক্সে চুপি চুপি মেসেজ দিচ্চি। কিন্তু, পিচ্চি কচ্চ ক্যান.??
–পিচ্চিকে তো পিচ্চিই কতি হয়।
–আচ্চা, তুমার যা খুশি ডাকো। তুমার কাচে পিচ্চি ডাক শুনতি ভালোই লাগচে। তবে, বিয়ের পর আর এসপ কবা না। ক্যামন.??
–কি আশ্চর্য.! আমার কি আর একন ওই বয়স আচে নাকি.??
–তাই নাকি.?হা হা হা। তুমার এই বাচ্চামিটাই আমার ভাল লাগেচে। ইবার বলো-রাজি আচো কিনা.?
কোন সাইকোর পাল্লায় পললাম রে বাবা.!
আমি আর উত্তর দিলাম না। কিন্তু উনি আবারু মেসেজ দিলেন-
—আচ্চা, তুমি কোন কিলাসে পড়.??
–এই পিচ্চি, আমি পড়াশুনা করি না।
—ধুর, বুকা মেয়ে। মজা করচো ক্যান.?আমি কিন্তুক ইবারডা মাস্টার্স শেষ কললাম।
–আমি সত্তি কচ্চা।আমি পড়ি না।
–প্লিজ, মজা কোরো না তো। বিয়েতে রাজি কিনা তাই কউ।
—আচ্ছা,হটাত আপনি আমাকে বিয়ে কত্তি চাইলেন কি মনে করে.??
–আসলে, তুমার হাসিডা আমার খুপ ভালো লাগেচে।
–আমার হাসিডা ভালো লাগেচে.??
আপনি কি করে দেকলেন.??
–কেন.? তুমার পুরোফাইল পিকচার দেকে..
—ওহ.!! এই কতা.??
ওইডা তো আমার ২৫ বচর আগের ছবি। তকন আমার বয়স ছিলো ৩০ বছর।ছবিডা অনেক পিরিয়, তাই ওইডা দিয়ে আমার বড় ছেলে ফেসবুকি একাউন্ট খুলে দিয়েচে।
অত:পর:—
Sorry, You can’t reply to this conversation…..!!!
— ইশশ! ছেলেডা বিয়ে না করে ব্লক দিয়ে পলিয়ে গেলো.!!
সুতোরাং সগোলি সাপধান,, পুরোফাইলির পিকচার দেকে কেউ পাগল হবেননা, তালি এরাম বিপাদে পড়ে যাবেনেন।

457 Vues

commentaires