বইমেলায় নাকি পাঠকের থেকে লেখক বেশি! আসলেই কি তাই? চলুন দেখি।


বইমেলায় নাকি পাঠকের থেকে লেখক বেশি! আসলেই কি তাই? চলুন দেখি।

.

বইমেলায় একটা ১০০ পৃষ্ঠার বইয়ের দাম ২০০/২৫০ টাকা। অথচ এই বইটাকে ফটুকপির দোকানে নিয়ে গেলেও ছাপাতে সর্বোচ্চ ৬০/৭০ টাকার বেশি পড়বে না। অনেকেই বলে দেশে নাকি পাঠক নেই। কেউ বলে, পাঠকেরচে’ লেখক বেশি। আমি বলি, পাঠক নেই কে বললো? পাঠক অবশ্যই আছে। কিন্তু প্রকাশকদের -ব্যবসা বললে ভুল হবে_ বলতে হবে ডাকাতির সাথে পাঠকদের পকেট কুলিয়ে ওঠতে পারে না।
ইসলামি টাওয়ারের দোকানগুলোতে দেখা যায় জায়নুল আবিদিন আর শরিফ মুহাম্মদের মত দামি লেখকদের দামি প্রকাশনী থেকে প্রকাশিত একটা ১৫০ পৃষ্ঠার বইয়ের দামও ১০০/১২০ টাকা। (বিক্রিত মূল্য) তারা কি ব্যবসা করে না? লাভ করে না? ধরলাম বইমেলার লাইব্রেরিঅলাদের একটু বেশি লাভ করতে হবে। তাই বলে এতো? পাঠক মেরে?
আমাদের সমাজে অধিকাংশ পাঠকই নিম্নবিত্ত আর মধ্যবিত্ত। কারণ, ধনীদের বই পড়ার সময় নেই। তাদের চিন্তা থাকে, মার্কেটে নতুন কোন বাইক এলো? আই ফোনের নতুন মডেলটা কি!
আর আমাদের নিম্নবিত্ত আর মধ্যবিত্তরা হাতে যখন টাকা আসে তখন সব খরচ বাদে মাস শেষে কত থাকবে হিসেব করি। সে টাকা দিয়ে কয়েকটা বই কিনব আর কিছু প্রয়োজনীয় জিনিসপাতি কেনার প্লান করি। এই টাকা বাঁচানোর হিসেবে কারা দু শ থাকে কারো পাঁচ শ। কারো আবার হাজর। এই হাজার টাকা দিয়ে তার এক মাসের জমানো প্লান কার্যকর করতে হয়। এই কটা টাকা দিয়ে সে কী বই কিনবে? মাত্র চারটা বই তার সমগ্র টাকা গ্রাস করে নিচ্ছে। হয়ত অনেকে সামনে বইমেলা ভেবে আগে থেকে টাকা জমিয়ে রেখেছে। সে পাঁচ হাজার টাকা নিয়েও যদি মাঠে ঢুকে_ তবুও তার প্লানে থাকা সবগুলো বই কিনে শেষ করতে পারবে না। অর্ধেকেই তার পকেট খালি। এই বইগুলো যদি প্রকাশকরা ডাকাতির চিন্তা বাদ দিয়ে সিমিত লাভে বিক্রি করত _ পাঠক তার চাহিদামত বই কিনতে পারতো। তখন দেখতেন দেশে পাঠক আছে কি নেই। অনেকে বইয়ের মূল্য দেখে পকেটের সাথে আর মিলায় না সোজা বাড়ি চলে আসে। ভাবে, পিডিএফ পড়ে নেব।
.
এত এত টাকা গচ্ছা দিয়ে কে চায় অখাদ্য কুখাদ্য কিনতে। নতুন লেখকদের বই যখন সামনে পড়ে _ এ চিন্তা করে আর সে ওই বইটা কিনে না। কারণ, ওপরের প্রচ্ছদ দেখে তো আর বুঝা যায় না এটা কি আসলেই অখাদ্য কি না। ফলে পাঠক রিক্স নিতে রাজি হয় না। অথচ এই বইটার মূল্য যদি সহনীয় পর্যায়ের হতো, সে ভাবতো_ ৭০/৮০ আশি টাকা মাত্র। কমই তো। নিই, দেখি কেমন? তাহলে নতুন লেখকদেরও আর সংকটে পরতে হতো না।
.
কজনের বাড়ি থেকে বইমেলার জন্য আলাদা টাকা দেয়? সবাই নিজের খরচ বাঁচিয়ে বই কেনে। দিবেই বা কেন? ফেব্রুয়ারি মাসে কি তাদের বেতনের টকা দু শ বাড়িয়ে দেয়?
.
তাই পাঠক নেই পাঠক নেই বলে শুধু শুধু পাঠকদের লজ্জা দিবেন না। কিছু বলতে হলে প্রকাশকদের বলুন। সরকারকে বলুন আইনি ব্যবস্থা নিতে। ফর্মা প্রতি নির্দিষ্ট মূল্য ঠিক করে দিতে বলুন। এর বাইরে যেন কেউ মূল্য নির্ধারণ না করতে পারে। পাঠকের বন্যা দেখতে পাবেন…

আরও বিভিন্ন ঘটনা জানতে আমার সাথে থাকেন এবং আমাকে  profile follow করেন।ধন্যবাদ।।।

654 Views

Comments


Antor Saha 5 years ago

miya post copy korsen valo kotha. credit mention den na ken, Samanno follower pabar ashay dhumaiya copy paste post ditesen abar boltesesn apnare follow korte. Report er option thakle report kortam.

Original post link: https://www.cyberbn.com/%E0%A6%AC%E0%A6%87%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87/

 
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry