আসুন কিছু কনফিউজিং প্রশ্নের সঠিক উত্তর জেনে নেই।


কিছু কিছু তথ্য এমন আছে যেগুলো পরীক্ষার্থীদের মারাত্বক দোটানায় ফেলে দেয়। মনে হয় এটাও সঠিক, ওটাও সঠিক। এ বিষ?

.

সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আর্ন্তজাতিক বিষয়াবলিতে এমন কিছু প্রশ্ন থাকে যেগুলোর উত্তর অনেকটা সন্দেহযুক্ত বা কনফিউজিং। যেহেতু বিসিএস পরীক্ষায় ভুল উত্তরের জন্য মার্কস কাটা যাবার বিধান রয়েছে, সেহেতু কনফিউজিং প্রশ্নাবলি জানতে হবে আরো ভালোভাবে। কারণ কিছু কিছু তথ্য এমন আছে যেগুলো পরীক্ষার্থীদের মারাত্বক দোটানায় ফেলে দেয়। মনে হয় এটাও সঠিক, ওটাও সঠিক। এ বিষয়টি মাথায় রেখে এ রকম কিছু কনফিউজিং প্রশ্ন ও তাদের সঠিক উত্তর বাছাই করে আলোচনা করা হলো এই পোষ্টে।

বেশ কিছু গুরুত্বপূর্ণ কনফিউজিং প্রশ্নের সঠিক উত্তর নিচে দেয়া হল-

 

প্রশ্ন: আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রূয়ারি, গানটির সুরকার কে? এ প্রশ্নের উত্তরে আব্দুল লতিফ ও আলতাব মাহমুদের নাম শোনা যায়। কোনটি সঠিক?
সঠিক উত্তর: দু’টি উত্তরই সঠিক। কারণ গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ আর বর্তমানে যে সুরে গানটি গাওয়া হয় এর সুরকার আলতাব মাহমুদ।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ কবে গৃহীত হয়। এ প্রশ্নের উত্তরে ৩ মার্চ ১৯৭১ ও ৭ মার্চ ১৯৭১ এই দু’ধরনের তথ্য পাওয়া যায়। কেনটি সঠিক?
সঠিক উত্তর: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’- কবিতার প্রথম ১০টি চরণ জাতীয় সংগীত হিসেবে স্বাধীনতার ঘোষণাপত্রে গ্রহন করা হয় ৩ মার্চ ১৯৭১সালে। আর একটি আনুষ্ঠানিকভাবে- জাতীয় সংগীত হিসেবে গাওয়া হয় ৭ মার্চ ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে।

প্রশ্ন: বাংলা ব্যাকরণ প্রথম কে রচনা করেন? এ প্রশ্নের উত্তরে কোথাও রাজা রামমোহন রায় আবার কোথাও এনবি হেলহেড পাওয়া যায়। আসলে কোনটি সঠিক?
সঠিক উত্তর: এনবি হেলহেড ‘A Grammar of the Bangla Language’ নামে বাংলা ব্যাকরণ রচনা করেন ১৭৭৮ সালে। এটি প্রথম বাংলা ব্যাকরণ হলেও তা ছিল ইংরেজি ভাষায় রচিত। অন্যদিকে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়।

 

প্রশ্ন: কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থ রচনার ফলে কাবাবরণ করেন? এর উত্তরে প্রলয় শিখা, আনন্দময়ীর আগমনে ও রাজবন্দীর জবানবন্দী ইত্যাদি উত্তর পাওয়া যায়। আসলে কোনটি সঠিক?
সঠিক উত্তর: সঠিক উত্তর হবে ‘প্রলয় শিখা’।‘প্রলয় শিখা’ কাব্যগ্রন্থে রাজদ্রোহীমূলক কবিতা থাকার অভিযোগে রাজদ্রোহী মামলায় তাঁকে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়। ‘আনন্দময়ীর আগমনে’ হল একটি কবিতা কাব্যগ্রন্থ নয়। এটা রচনার জন্যও কবিকে এক বছর কারাদন্ড প্রদান করা হয়। আর ‘রাজবন্দীর জবানবন্দী’ কারাগারে রচনা করে আদালতে পাঠ করে শুনানো হয়।

প্রশ্ন: সবচেয়ে বেশি দেশের অবস্থান কোন সাগরের তীরে? এ প্রশ্নে বাল্টিক সাগর ও ভূমধ্যসাগর এ দু’ধরনের তথ্য পাওয়া যায়। কোনটি সঠিক?
সঠিক উত্তর: সঠিক উত্তর হবে ভূমধ্যসাগর। কারণ ভূমধ্যসাগরের তীরে ১৯টি দেশ অবস্থিত। দেশগুলো হল- স্পেন, অ্যান্ডারা, ফ্রান্স, ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, আলবেনিয়া, গ্রিস, তুরস্ক, সাইপ্রাস, সিরিয়া, লেবানন, ইসরাইল, লিবিয়া, তিউনিশিয়া, আলজেরিয়া ও মরক্কো। পক্ষান্তরে বাল্টিক সাগরের তীরে রয়েছে ৯টি দেশ।  দেশগুলো হল- সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, এস্তেনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, জার্মানি ও ডেনর্মাক।

 

প্রশ্ন: জেনেভা কনভেনশন কবে সম্পাদিত হয় প্রশ্নে ১৯৪৯ ও ১৯৫৪ সাল, এ দু’ ধরনের তথ্য পাওয়া যায়। কোনটি সঠিক?
সঠিক উত্তর: ‘জেনেভা কনভেনশন’ নামে খ্যাত আর্ন্তজাতিক চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৯৪৯ সালের ১২ আগষ্ট। অন্যদিকে ১৯৫৪ সালের ২০ জুলাই জেনেভায় আরেকটি চুক্তি

Read More

ভিজিট করে আসতে পারেন-

www.tkincome.com

 

 

539 Views

Comments