কে এই রাবিয়া কাদির।


চীনের নির্যাতিত জিনজিয়াং প্রদেশের উইঘুর জনগনের মুখপাত্র হয়ে কাজ করে আসছেন।তিনি অনেকের কাছে মুসলমানদের 'দ??

.

কে এই রাবিয়া কাদির।চীনের নির্যাতিত জিনজিয়াং প্রদেশের উইঘুর জনগনের মুখপাত্র হয়ে কাজ করে আসছেন।তিনি অনেকের কাছে মুসলমানদের 'দালাইলামা' হিসেবেও পরিচিত।তবে 'দালাইলামা কে নিয়ে পশ্চিমা বিশ্ব যতটা সরব তার আশেপাশেও নেই উনি।তার অন্যতম কারন হলো তাকে নিয়ে চীনা কম্যুনিস্ট বলয়ে থাকা মিত্র রাষ্ট্রের উপর চীনের চাপ প্রয়োগ।বর্তমানে তিনি আমেরিকায় উদ্বাস্তু।কেউ কেউ আবার বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবেও উল্লেখ করেন।তাকে সহ উইঘুর নির্যাতনের খবরকে চীনা গগণমাধ্যম 'গুজব' বলে উড়িয়ে দেয় মাঝেমধ্যে।বেশ কয়েকবার তার টুইট একাউন্ট ও হ্যাক করা হয়।চীনা কমিউনিস্ট দের সাফ কথা,চীনের মুসলমানদের বিদ্যমান 'চীনাধাচের সমাজতান্ত্রিক ব্যবস্হার সাথে খাপ খাওয়াতে হবে।এর জন্য ধর্মীয় সংস্কৃতিকে রাষ্ট্রীয় নীতির সাথে সামন্জশ্য পূর্ণ হতে হবে'।তবে যুক্তরাষ্ট্র তাদের প্রতি সহনশীল হলরও পশ্চিমারা 'তিব্বত স্টাডিজ' নিয়ে যতটা না আগ্রহী উইঘুররা তার ছিটেফোটাও মনোযোগ পায় না।কম্যুনিজম আর ক্যাপিটালিজমের সংঘাতে তাদের অবস্হাও ঠিক আগের মতোই। আবার উইঘুরদের মধ্যেও কিছু আদর্শিক কোন্দল রয়েছে।কেউ কেউ পূর্বপুরুষ 'পূর্বতুর্কিস্তান',কউ বা উইঘুর জাতীয়তাবাদ,আবার কেউ ধর্ম-ভাষা-ভৌগলিক স্বাতন্ত্রের মিশেল ঘটিয়ে নতুন রাজনীতি দাঁড় করাতে চায়। আবার চীনা সমাজতান্ত্রিক প্রভাবে ঘেষে থাকার কারণে মুসলিম উম্মাহও উইঘুরদের সমর্থনে সোচ্চার হয়নি পুরোপুরিভাবে। যার ফলে রাবিয়ারা উভয় সংকটেই পড়ে রয়! ১৯৯৯-২০০৫ সাল পর্যন্ত রাবিয়া কাদির নিজ প্রদেশ জিনজিয়াংয়ে কারাভোগ করেন।২০১৭ সাল পর্যন্ত "ওয়ার্ল্ড উইঘুর কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন তিনি।বর্তামান বয়স ৭২,তারপরও লড়ে যাচ্ছেন দমবন্ধ এই জনপদের মুক্তির জন্য। উল্লেখ্য,সম্প্রতি তিনি ভারতীয় উপমহাদেশের মুসলিমদের প্রতি একটি খোলা চিঠি দেন। তা হলো: Rebiya Kadeer: Open Letter to Bengali and Indian Muslims Respectable Bengali and Indian Muslim Brothers and Sisters: The action you took on September 13 and 14 to show your support of our people and condemn the Chinese government was an injection of hope into the hearts of our people inside and outside East Turkestan. It was no surprise to us as Uyghur activists that China would imprison one million of our people because the Chinese government has long been intending to eradicate our people as a nation and make our precious land their own forever. In 1949, they invaded our homeland and began applying their purpose in various ways. Today, the camps are blatant evidence of their plan to destroy our people openly and march ahead with their aim. What was most disturbing to us was that the world was silent in the face of such brutal persecution. Especially after the existence of such concentration camps was publicized, there was still no sound from the Islamic countries that are our religious brothers. Early this year, I submitted reports and requests to the state governments of the Western and Islamic countries that have diplomatic relations with China. My request was to close the camps in China which would punish the Chinese government, and if that was not possible, then to pressure the Chinese government diplomatically and barring that, to vocally condemn the Chinese government's actions. Thus far, the US government and the European Parliament took the situation seriously but not enough to react appropriately. But not a single Islamic State or country spoke a single word, and even when the media of these nations spoke with us, they were deaf and mute. When we sound our concerns to the Western countries and organizations, why do the Islamic states make no sound? If they had spoken, we would be silent. When we saw thousands of brothers and sisters in Bengal and India going out onto the streets for us, we were overjoyed and felt that we were not alone. We saw that if the actions and words against injustice in the Islamic world were not enough then at least the heart of the people against injustice had not disappeared. We've seen that those impoverished do not look at the economic benefits that come from China but instead to the infinite and high wealth of faith that is superior to the material wealth of money and weapons. We've seen proof that God is with the oppressed, not with the oppressor. Today, more than a million Uyghurs are interned in those camps. Entire Uyghur families have been separated, family members have not seen each other for a year and a half and have no idea where or how their loved ones are. Our people have been struggling against this persecution over the past 68 years with the weapon of faith alone. Thus, China is attacking our peoples Iman, their faith. They want to change our Uyghur and Kazakh Muslims into Chinese atheists. Our Uyghur national identity is not our choice. It is the will of Allah, so it will never be possible for China to want to “change” our national identity. We believe that we will live as Uyghur Muslims in this world until the hereafter and we will continue to struggle to live this way until then. Our expectation from our Brothers is that you not side with the tyrant but have your voices and hearts be with us. Such support would not only be an encouragement to us but to our brothers and sisters in the Islamic world, knowing that a million brothers and sisters are imprisoned in the Chinese concentration camps and seeing politicians and the media question their state's consciences. Moreover, such support will cause the Asian states to be informed about these camps and will potentially lead to action sooner. Brothers, may Allah bless you! May Allah will your organizations and leaders to be successful. World Uyghur Congress President Rebiya Kadeer.

511 Puntos de vista

Comentarios