হিজাব_কি


?হিজাব কি? একটু আলোচনা করা যাক ...
♦হিজাব আরবি শব্দ ... যার অর্থ পর্দা ...
পর্দা বাংলা শব্দ ... যার অর্থ কোন একটা কিছ??

.

হিজাব_কি ?হিজাব কি? একটু আলোচনা করা যাক ... ♦হিজাব আরবি শব্দ ... যার অর্থ পর্দা ... পর্দা বাংলা শব্দ ... যার অর্থ কোন একটা কিছুকে সম্পূর্ণভাবে ভাল মতো ঢেকে রাখা ... ?রান্না-বান্নার পর আপনি কি পাতিলের মুখ এক-চতুর্থাংশ ঢেকে রাখেন ? ?বিছানায় চাদর টা বিছানোর পর কি এক তৃতীয়াংশ খুলে মেট্রেস বের করে রাখেন ? পায়ে মোজা পরার পর আঙুল গুলো বের করে রাখেন ? ?তাহলে হিজাব বিষয় টা কেন আপনার কাছে এমন ? যে সম্পূর্ণ শরীর ঢাকা লাগবে না, আধা ঢাকলেই হবে !!! ?হিজাবটা আসলে কি, প্রপার হিজাব বলতে কি বুঝায় আমরা আসলে সেটাই জানিনা, হিজাব, বোরকা, নিকাব এর অর্থ বা চিত্র আমরা পুরাই বদলে দিয়েছি !!! →এইগুলোর মানে আমাদের কাছে এখন নিজের সৌন্দর্যটা কে আরও বেশি করে প্রকাশ করা,নিজেকে সুফি সাধু ইনোসেন্ট বুঝানো ! ?রং-বেরঙ এর হিজাব, তাতে অলংকার লাগানো, টাইট কালারফুল বোরকা ! মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই এটা বোরকা না পার্টি গাউন! ♦বর্তমানে সবচেয়ে বড় ফিতনা মহিলাদের বেপর্দা! এইভাবে মাথার পিছন উচু করে হিজাব বেধে চোখে মেকাপ দিয়ে ভ্রু প্লাক করে যেই রুপ ধারন করছি এই রুপি নারীদেরকে অভিশপ্ত করা হয়েছে ও জান্নাত এর সুগন্ধ থেকেও বঞ্চিত করা হয়েছে,জান্নাতি হওয়া তাও দূরে থাক !!! ?আফসোস ! বোন ! মরে গেলে দুনিয়া শেষ, এইভাবে দুনিয়াতে চলে আখিরাতটাও শেষ করবেন ? আসুন জেনে নেই কুরআন হাদিসের আলোকে হিজাবের চিত্র কি রকম !!! ★আল্লাহ রাব্বুল আলামীন বলেন: ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﻗُﻞْ ﻟِﺄَﺯْﻭَﺍﺟِﻚَ ﻭَﺑَﻨَﺎﺗِﻚَ ﻭَﻧِﺴَﺎﺀِ ﺍﻟْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻳُﺪْﻧِﻴﻦَ ﻋَﻠَﻴْﻬِﻦَّ ﻣِﻦْ ﺟَﻠَﺎﺑِﻴﺒِﻬِﻦَّ ﺫَﻟِﻚَ ﺃَﺩْﻧَﻰ ﺃَﻥْ ﻳُﻌْﺮَﻓْﻦَ ﻓَﻠَﺎ ﻳُﺆْﺫَﻳْﻦَ ﻭَﻛَﺎﻥَ ﺍﻟﻠَّﻪُ ﻏَﻔُﻮﺭًﺍ ﺭَﺣِﻴﻤًﺎ হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বল, ‘তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়, তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা হবে। ফলে তাদেরকে কষ্ট দেয়া হবে না। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা আহযাব-৫৯) ?এইখানে এই আয়াতে জালাবিহিন্না শব্দটা এসেছে, মানে হল "তাদের জালবিব" জালাবিব শব্দটি জিলবাবের বহু বচন, জিলবাব এমন এক পোশাক বা চাদর যা মাথার উপর থেকে আসে এবং পা পর্যন্ত সমস্ত শরীর ঢেকে দেয় ! মাথার উপর থেকে যখন আসবে তখন মুখ, গলা, বুক, হাত, পা সব ঢাকা থাকবে! মুলত জিলবাব দিয়ে শরীর কে এইভাবে হিজাব করার নামই পর্দা করা ! ★আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আরও বলেন: ﻭَﻟْﻴَﻀْﺮِﺑْﻦَ ﺑِﺨُﻤُﺮِﻫِﻦَّ ﻋَﻠَﻰ ﺟُﻴُﻮﺑِﻬِﻦَّ “তারা যেন বক্ষদেশে নিজেদের ওড়না ফেলে রাখে” । (সুরা নুর-৩১) ?এইখানে খুমুরুন’ শব্দটি ‘খিমার’ শব্দের বহুবচন, খিমার ঐ কাপড়কে বলা হয় যা নারীরা মাথায় পরবে এবং সেটা গলা ও বুক আবৃত করে রাখবে! জিলবাব আর খিমার দিয়ে শরীর ঢাকা ছাড়াও আরো পর্দা আছে ! ★আল্লাহ রাব্বুল আলামীন আরও বলেনঃ ﻭَﻟَﺎ ﻳُﺒْﺪِﻳﻦَ ﺯِﻳﻨَﺘَﻬُﻦَّ ﺇِﻟَّﺎ ﻟِﺒُﻌُﻮﻟَﺘِﻬِﻦَ ّ “তারা যেন তাদের স্বামী ছাড়া অন্যের সামনে তাদের সাজ-সজ্জা প্রকাশ না করে”। (সুরা নুর-৩১) ?আমাদের রুপ, সাজ-সজ্জা, আমাদের খিল-খিলানি হাসি, শরীরের সৌন্দর্য, মায়াবি চোখ, দীঘল কালো কেশ মোট কথা সমস্তকিছু হল স্বামীর জন্য! পারসোনাল প্রপার্টি, নট পাবলিক! ★আল্লাহ রাহমানুর রাহিম আরও বলেন: ﻭَﻟَﺎ ﻳَﻀْﺮِﺑْﻦَ ﺑِﺄَﺭْﺟُﻠِﻬِﻦَّ ﻟِﻴُﻌْﻠَﻢَ ﻣَﺎ ﻳُﺨْﻔِﻴﻦَ ﻣِﻦْ ﺯِﻳﻨَﺘِﻬِﻦَّ "নারীরা যেন সজোরে পদচারণ না করে যার ফলে অলংকারাদির আওয়াজ ভেসে উঠে এবং তাদের বিশেষ সাজ-সজ্জা (পুরুষের কাছে) প্রকাশ হয়ে পড়ে" শুধু মাত্র সাজ-সজ্জা রুপ নয়, আমাদের অলংকারের আওয়াজ পর্যন্ত পর পুরুষের দৃষ্টি আকর্ষণের কারণ হতে পারবে না !!! ★আয়েশা (রা:) হতে বর্ণিত আছে: ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﻳﺼﻠﻲ ﺍﻟﻔﺠﺮ ﻣﻌﻪ ﻧﺴﺎﺀ ﻣﻦ ﺍﻟﻤﺆﻣﻨﺎﺕ ﻣﺘﻠﻔﻌﺎﺕ ﺑﻤﺮﻭﻃﻬﻦ ﺛﻢ ﻳﺮﺟﻌﻦ ﺇﻟﻰ ﺑﻴﻮﺗﻬﻦ ﻣﺎ ﻳﻌﺮﻓﻬﻦ ﺃﺣﺪ ﻣﻦ ﺍﻟﻨﺎﺱ . "রাসূলের (সাল্লাল্লাহু আইহি ওয়াসাল্লাম) এর পিছনে ফজরের সালাত পরার জন্য কিছু সংখ্যক মহিলা চাদর পরিহিত অবস্থায় পরিপূর্ণ পর্দা করে মসজিদে আসতেন। সালাত শেষে আপন আপন গৃহে ফেরার পথে তাদেরকে চেনা যেত না।" ?এই হাদিস দ্বারা বুঝা যায় সাহাবিয়ারা চাদর পরে অর্থাৎ জিলবাব পরে ঘর থেকে বের হতেন! ?আর আমরা? জিলবাব (চাদর) শরীরে না, বরং মাথায় পেচিয়ে এক বস্তা সাজ-সজ্জা দিয়ে অলংকারের রিনিঝিনি শব্দ বাজিয়ে ঠোঁট চোক্ষা করে পিক তুলে ফেসবুকে দিয়ে বলছে, ইয়ে, আমি হিজাবি! অহ রিয়েলি ? ?শেইম অন ইয়ু দ্বীন বিকৃতকারী নামধারী মুসলিম সিস,,,,!

721 Uitzichten

Reacties