মা-বাবার ভালবাসা পেয়েই আমরা বেড়ে উঠেছি। কাজেই মা-বাবার খেদমত করা আমাদের জন্য আবশ্যক।


হে আল্লাহ্ আপনি আমাদের মা বাবার সেবা করার তৌফিক দান করুন। যাদের মা বাবা পৃথিবীতে নেই আল্লাহ যেন তাঁদেরকে জান্?

.

মায়ের মমতা

আবুল বিয়ে করেছে বছর দেড়েক হয়েছে। এরই মধ্যে ঘর আলোকিত করে জন্ম নিয়েছে একটি ফুটফুটে ছেলে সন্তান। সন্তানের বয়স এখনো ৭ মাস পার হয়নি।

 

এক রাতের ঘটনা। গভীর রাত হয়ে এল। আবুলের চোখে কোনো একটা অজানা কারণে ঘুম আসছে না। আবুল আনমনে সারাদিনের ব্যস্ততার কথা স্বরণ করছে। আজ কতই না কর্মব্যস্ত দিন কাঠালাম। কষ্টে আর ক্লান্তিতে সারাদিন রীতিমতো আহার পর্যন্ত করতে পারিনি।

 

এমন সময় ভাবল, হ্যাঁয়রে! আজতো কেবল আমি একাই কাজ করিনি। সবেমাত্র শীতকাল এসেছে। কাজেই সন্তানকে দেখাশোনার পাশাপাশি স্ত্রী আমার কম্বল ধুঁয়েছে, শীতের সব কাপড় ধৌত করেছে, সমস্ত ঘর মুছেছে, পরিবারের ছোট-বড় কাজগুলোও করেছে। অথচ এখনো না ঘুমিয়ে আমার সেবা (হাত-পায়ে মালিশ) করছে। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে টেরও পায়নি আবুল। ঘুম ভাঙ্গল ছোট বাচ্চার কান্না শোনে।

 

আবুল আজ বিরক্ত হয়ে উঠল বাচ্চার কান্নায় কারণ সে মাত্র আধ ঘন্টাও ঘুমাতে পারেনি। আবুল বলল, ওকে একটু থামাও …। মা তাড়াতাড়ি বিছানা ছেঁড়ে বাচ্চাটিকে বুকে জড়িয়ে নিয়ে এদিক-ওদিক হাঁটতে লাগল।

 

কিছুক্ষন পর, আবুল বিছানা থেকে উঠে ঘর থেকে বের হয়ে গেল। এবং অনেক সময় পরে আবুল ঘরে ফিরে এল।

 

Read More

 

www.tkincome.com

 

661 Uitzichten

Reacties