২ ডলার থেকে ১০০ ডলার ইনকাম করুন অনলাইনে (দ্বিতীয় পর্ব)


ডলার ইনকাম করার গোপন কৌশল, Adsense এর আইন মেনে কাজ করবেন, ফলে ইনকাম বন্ধ হবে না কখনো।

.

 

লেথক: মো: নজরুল ইসলাম দুলু 

অনলাইন থেকে জীবনের প্রথম আয়টি শুরু হউক Google Adsense দিয়ে। Google Adsense এমন কোনো কোম্পানি নয় যে, কিছুদিন Payment দিল তারপর হঠাৎ করে উদাও হয়ে গেল। বরং Google Adsense থেকে উন্নত বিশ্বের লাখ লাখ মানুষ বিশাল অংকের টাকা আয় করছে। যাক সে কথা, আমরা কিভাবে Google Adsense থেকে ইনকাম করতে পারি এটাই এখন আলোচনার মূল বিষয়।

 আপনি যদি Google Adsense থেকে টাকা ইনকাম করতে আগ্রহী হন তাহলে ভিডিওসহ নিচের Tutorialটি দেখতে থাকুন-

Google Adsense কি?

Google Adsense is a CPC (cost-per-click) advertising program that allows publishers (anyone wanting to put ads on their websites) to insert a small amount of HTML into their sites and have ads appear that are targeted and relevant to the content of the site.

আমি এখানে আক্ষরিক অর্থ না তুলে ব্যাখ্যামূলক অনুবাদ করতে চাচ্ছি যাতে সবাই এটা ভালভাবে বুঝতে পারেন।

 

Google Adsense হল Google এরই একটি বিজ্ঞাপন সেকশন যেখানে বিজ্ঞাপন দাতারা তাদের চাহিদামত বিজ্ঞাপন বা ad দিতে পারেন। আর Google কর্তৃপক্ষ তাদের বিজ্ঞাপন বেশি করে view হওয়ার জন্য Click প্রতি কিছু বোনাস viewer দের জন্য বরাদ্ধ করে রেখেছেন।

আমরা যারা বিজ্ঞাপন দাতাদের বিজ্ঞাপনে ক্লিক করি তখনই আমরা বোনাস হিসেবে কিছু টাকা পাই। মূলত এটাই হল Google Adsense থেকে আয়।

এই বিষয়টি আরো অনেক ভাবেই বুঝানো যায়। আমার ব্যাখ্যা যারা বুঝতে সমস্যা হবে আপনারা আরো অনেক লেখা আছে দেখে আসতে পারেন।

ইনকাম কিভাবে করতে হয় নিচের ভিডিওটি দেখে আসুন।

এই লিংকে ক্লিক করেন

Adsense থেকে টাকা ইনকাম করতে কি কি লাগবে?

Google Adsense থেকে টাকা ইনকাম করতে হলে Google Adsense এ থাকতে হবে একটি ভেরিফাইড একাউন্ট।

Google Adsense একাউন্ট আবার দু’রকম:

 

  1. Google Adsense Hosted verified Account

  2. Google Adsense Non Hosted verified Account

যাক, এ বিষয়টি আলোচনা করতে করতে আমরা পরিষ্কার বুঝে উঠতে পারব। Read More

 

আরো বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন-

www.tkincome.com সাইটটিতে।

 

যোগাযোগ

০১৭১৬৩৮৬৯৫৮

 

 

Comments