২ ডলার থেকে ১০০ ডলার ইনকাম করুন অনলাইনে (প্রথম পর্ব)


সুস্বাস্থ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে গেলে কবি নির্মলেন্দু গুণের কথাটি খুবই মনে পড়ে। তিনি বলেছিলেন,
“আক?

.

অনলাইন Earnings জগতে আমাদের কি কি থাকা দরকার?

 

অনলাইনের এই আয়ের জগতে প্রতিষ্টিত হওয়ার গোপন চাবি তো আপনারই হাতে। এখানে একটি কথা না বলে পারছি না আর তা হলো অনলাইনে কাজ করে বর্তমানে শতকরা প্রায় ৫০/৬০ জন ব্যক্তিই সফল হচ্ছেন। এজন্য লাগবে আপনার পরিশ্রম, মেধা, আত্মবিশ্বাস, দৈর্য্য ও ভাগ্যে। অনলাইনে কাজ করে কিভাবে প্রতিষ্টিত হতে পারবেন আজ তারই একটি নির্ভরযোগ্য আলোচনা করব পাঠকদের জন্য।


প্রতিটি অনলাইনের আয় শুরু হয় খুবই অল্প দিয়ে। আসুন কিভাবে এই অল্প আয়কে বিশাল আয়ে পরিণত করতে পারি সেই গোপন রহস্য জেনে নেই। আর অনলাইনের ক্যারিয়ার জীবনকে প্রতিষ্ঠিত করতে মনোযোগী হই।

নিচে আপনাদের আত্ববিশ্বাস বাড়ানোর জন্য কয়েকটি কার্যকরি কৌশল Point আকারে তুলে ধরছি-

অনলাইনের কাজকে একটি চাকরি মনে করুন

একজন লোক ক্লাস ওয়ান থেকে এমএ পাস করতে কমপক্ষে সময় লাগে ১৭-১৮ বছর। তারপর চাকরি পেতে হলে আরো যে কত দিন অপেক্ষা করতে হয়, নেতাদের পিছে পিছে ধরনা দিতে হয় কিংবা ঘুষের টাকা হাতে নিয়ে অনিশ্চিত পথে হাঁটতে হয় তা তো সবারই জানা। তারপর ভাগ্য আপনার ফেভারে থাকলে চাকরি পাবেন কিন্তু বেতন তো মনের মতো না। আপনি নিজেকে বুঝালেন, যাক, একটু সবর রাখি, পরে হয়ত আরো ভাল কিছু পাব। এইভাবে অনেকেই জীবন শেষ করে দেন কেবল আশায় আশায়।

আর আপনি যদি অনলাইনে কাজ করে মাত্র ৩-৪ মাসে রাতারাতি বড়লোক হতে চান এটা কি যুক্তিসঙ্গত চিন্তা? বিষয়টি একটু ভেবে চিন্তে দেখতে অসুবিধা কোথায়? কাজেই আপনার অনলাইনের কাজকে একটি গুরুত্বপূর্ণ চাকরি ভেবে দৈনিক কাজ করে যান বিরামহীনভাবে।

সুনির্দিষ্ট পরিকল্পনা করুন

সুনির্দিষ্ট পরিকল্পনা আপনার কাজের গতিকে করবে গতিশীল এবং আয়ের পরিমাণ হবে আশানুপাত। কোন সময়ে কোন কাজ করবেন তার একটি  Read More ...

 

আরো বিস্তারিত জানতে চাইলে ভিজিট করে আসেন

এখানে ক্লিক করেন

যোগাযোগ

মোবাইল: ০১৭১৬৩৮৬৯৫৮

 

 

462 Views

Comments