মনের কষ্টকে কিছু সময়ের জন্য বিদায় জানিয়ে একটু হেঁসে নিতে কে না চায়?

Kommentare · 599 Ansichten

মানুষের ভাল গুণগুলোর একটি বিশেষ গুণ হলো হৃদয়ে হাজারো কষ্ট থাকা অবস্থায় মুখে সহজভাবে হাঁসে আর কাউকে সে বুঝতে দ?

জেনে রাখা ভালো-

মানুষই একমাত্র জীব যে হাঁসে। পরিমিত হাঁসি শরীরের এনার্জি বাড়ায় এটা বৈজ্ঞানিকভাবে প্রমানিত। এমনকি হরেক রকম রোগ বালাই থেকেও নিরাপদে রাখতে সহায়তা করে পরিমিত হাঁসি। তবে অট্ট্রহাঁসি, অধিক হাঁসি, অহেতুক হাঁসি বর্জন করাই ভালো। কেননা এমন হাঁসি ক্ষতি আনতে পারে আপনার মূল্যবান জীবনের। পৃথিবীতে কেবল মানুষই হাঁসে কারণ তার হাঁসার প্রয়োজন আছে।

* একবার বনের সব পশু একত্রিত হয়ে বাঘের কাছে গিয়ে প্রস্তাব দিল যে, এখন থেকে আপনার আর কষ্ট করে আমাদেরকে শিকার করতে হবে না, বরং আমরা পালাক্রমে দৈনিক একজন করে আপনার কাছে আসব। বাঘ সম্মতি দিলে সবাই ফিরে এলো এবং বাঘের প্রথমে কে যাবে এ নিয়ে সমস্যা সৃষ্টি হল। তখন একটি উপায় বের করা হল যে, প্রতিদিন সবাই একটা করে কৌতুক বলবে এবং কৌতুক শোনার পর মাত্র একজনও যদি না হাঁসে তাহলে কৌতুককারী বাঘের কাছে খাদ্য হিসেবে যাবে। Read More

Kommentare

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন