(কৌতুক) হাঁসতে নেই মানা (আরো নতুন)


আসুন একটু আড্ডা দেই

.

ছয়

সেলফোনে স্ত্রী স্বামীকে বলছে- 
স্ত্রী : জানু কী করছ?
স্বামী : আর বলো না সুইটহার্ট। কাজের চাপে দম বের হওয়ার অবস্থা। তার ওপর বস ডাকছে জরুরি মিটিংয়ে। এদিকে কম্পিউটার ডিস্টার্ব দিতেছে, তিন মাসের রেকর্ড গায়েব। টেনশনে মগজ ফুটতেছে খইয়ের মতো। ওই দিকে ফরিদ আবার পরকীয়ায় জড়াইছে জানতে পাইরা ভাবি সুইসাইডের হুমকি দিছে। আচ্ছা বাদ দেও এইসব। তোমার খবর বলো? তুমিকোথায়, কী করতেছ?
স্ত্রী : আমি রেস্টুরেন্টে তোর পেছনের সিটে বসে বার্গার খাচ্ছি আর তোর সঙ্গে তোর নারী কলিগের খোশগল্প মোবাইলে ভিডিও করতেছি। চাপাবাজ, মিথ্যুক কোথাকার! আইজকা বাসায় আয় তোরে দেখাইতাছি মজা।

সাত

নান্টু ঠোঙা থেকে বের করে টসটসে পাকা জাম খাচ্ছে আর চোখ বন্ধ করে স্বাদ উপভোগ করছে। পিন্টু কাছে গিয়ে স্মার্ট ভঙ্গিতে বলল-
পিন্টু : দোস্ত, একলা একলা খাবি? আমারেও দে একটু টেস্ট করি!
নান্টু : এই নে। 
পিন্টু : মাত্র একটা?
নান্টু : হ্যাঁ, বাকিগুলোর টেস্টও ওই একটার মতোই। জামের স্বাদ বুঝতে তোর মতো স্মার্ট ছেলের জন্য ওই একটাই যথেষ্ট।শুধু শুধু বেশি খেয়ে লাভ কী?

আট

স্বামী : আমার খুব ক্ষুধা পেয়েছে।

স্ত্রী : আমি আজকে ভীষণ অসুস্থ।

স্বামী : তাই নাকি! আমি আরও ভাবলাম, তোমাকে নিয়ে আজ কেএফসিতে বার্গার খাবো।

স্ত্রী : আরে বোকা, আমি তো দুষ্টুমি করছিলাম।

স্বামী : আরে পাগলি, তুমি কী মনে করেছো? আমি দুষ্টুমি করতে জানি না? যাও জলদি রুটি বানিয়ে ফেলো।

নয়

হাবলু : জ্যোতিষ বাবা, ক’দিন হলো ডান হাতটা খুব চুলকাচ্ছে। কিসের লক্ষণ বলুন তো?

জ্যোতিষী : হুম! তোর ওপর মঙ্গলের প্রভাব রয়েছে। তোর হাতে প্রচুর টাকা আসবে।

হাবলু : আমার বাঁ হাতের তালুও চুলকায়।

জ্যোতিষী : বলিস কী? তোর তো বিদেশ যাত্রা শুভ!

হাবলু : আমার ডান পা-টাও কিন্তু একটু একটু চুলকাচ্ছে।

জ্যোতিষী : দূর হ ব্যাটা, তোর চুলকানি আছে। ডাক্তার দেখা!

দশ

১ম বন্ধু : দোস্ত, আমার চোখ দুইটা মনে হয় আর কাজ করতাছে না। মনে হয়, চোখের মরণ ঘনাইয়া আসছে।
২য় বন্ধু : কেন কী হইছে?
১ম বন্ধু : আরে আজকাল চোখে কম দেখি।
২য় বন্ধু : কিভাবে বুঝলি?
১ম বন্ধু: আরে, তুই কয়দিন আগে আমারে একটা ফেসবুক আইডি খুলে দিছিলি না?
২য় বন্ধু : হ্যাঁ, দিছিলাম। তাতে কী হয়েছে?
১ম বন্ধু : ওইডার প্রোফাইল ফটো চেঞ্জ করছিলাম। দেখলাম ১৭টি লাইক। কিন্তু আমি লাইক দেওয়ার পরে দেখি ১৮টি আনলাইক।

Read More ...

 

 

আরো বেশি করে পড়তে চাইলে ভিজিট করে আসুন-

 

এখানে ক্লিক করেন

 

Like This FaceBook

 

01716-386958

 

Comments