সূরা আলাক


নি:সন্দেহে মানুষ তো সীমালংঘন করেই থাকে।
আয়াত ৬

.

১। (হে রাসূল স.) পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন।

২। যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত হতে।

৩। পড়ুন এবং (জেনে রাখুন) আপনার প্রতিপালক মহাসম্মানিত।

৪। যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,

৫। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন তা, যা সে জানত না।

৬। নি:সন্দেহে মানুষ তো সীমালংঘন করেই থাকে।

৭। কারণ সে নিজেকে অভাবমুক্ত (স্ময়ংসম্পর্ণ)  করে। 

Comments