লকডাউন যথেষ্ট নয়, করোনার উপর পাল্টা হামলা চালাতে হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান


প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়ঙ্কর ছোবলে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে।

.

প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়ঙ্কর ছোবলে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৬৮ হাজারেরও বেশি। আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৪ হাজার ২১৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ লকডাউনই ঘোষিত হয়েছে।

তবে করোনা থেকে বাঁচতে লকডাউনই যথেষ্ট নয় বলে জানালেন তেদ্রোস আধানম। পাল্টা করোনার উপর হামলা চালাতে হবে। সেটা কীভাবে তারও ব্যাখ্যা দিলেন তিনি।

বিশ্বের প্রায় ১৯০টি দেশ করোনায় আক্রান্ত। যে সব দেশে ব্যাপক মহামারী আকার ধারণ করেছে কিংবা আশঙ্কা রয়েছে, তারা লকডাউনের পথে হেঁটেছে। কিন্তু হু'র প্রধান বলছেন, লকডাউনই যথেষ্ট নয়। করোনা সংক্রমণ কমানো গেলেও, সম্পূর্ণভাবে শেষ করা সম্ভব নয়। তাই প্রয়োজন করোনার উপর পাল্টা আক্রমণ চালানো।

 

তেদ্রোস আধানমের কথায়, "লকডাউনের পথে হেঁটে বাঁচার বিকল্প পথ খুলতে পেরেছি। এবার এই সময়কে কাজে লাগানো দরকার। প্রয়োজন করোনাকে শনাক্ত করে আইসোলেশন, পরীক্ষা এবং চিকিৎসার। করোনাকে থামাতে এগুলোই এখন আদর্শ পথ।"

Kommentare