কবিতা


কে বসে আছে হালকা নীল শাড়ী পড়ে, চোখ জোড়া ঢাকা আছে নীল ভারী চশমায়
বাতাস উড়ে যায় কাঁচা পাকা চুলে, গ্রীবা বেঁকে চেয়

.

একরাশ দীর্ঘশ্বাস গড়িয়ে যায় বুকে, চেয়ে দেখে সেই চোখকে, যে চোখে হাজার প্রশ্ন খেলা করে
ঘুরে বসে নীলা, কখন ট্রেন আসবে!! বড্ড বেশি দেরী করে আজকাল, মনে ভিড় করে অভিমান
এত বছর পর কেন আজ দেখা হলো, বড়ই স্বার্থপর আকাশ, তবু কেন এত টান পড়ে মনে !!
চোখের কোনে গড়িয়ে পড়ে অশ্রুধারা, তবে কি এখনো কিছু বাকী আছে এই স্বার্থপরটার জন্যে !!
গ্রীবা বাকিয়ে বলে, হ্যা আমি প্রচন্ড ভাল আছি, রাত গড়িয়ে দিন আসে, দিন আর রাতে আসে মাস- বছর
কাজের ভীরে যন্ত্রনার খোঁচায় যেভাবে ভাল থাকা যায়, তার সবটাতেই আমি আছি, শুধুই আমি একা !!

377 Visualizações

Comentários