আমরা অন্যদের শিখাতে পারি কিন্তু নিজে শিখতে পারি না


বিশাল বাড়ীর দরজায় একজন

.

"আমরা অন্যদের শিখাতে পারি কিন্তু নিজে শিখতে পারি না" বিশাল বাড়ীর দরজায় একজন ক্ষুধার্তভিক্ষুক কিছু খাবার চাইলো!!! বাড়ির ম্যাডাম,, ভিক্ষুককে বললো পান্তাভাত আর ডাল আছে খাবে? ভিক্ষুক বললোঃ" দেন আপা তাই খাবো।" ম্যাডাম এক প্লেট ভাত আর বাসি টক হয়ে যাওয়া কিছু ডাল এনে ভিক্ষুকের সামনে দিলো। ক্ষুধার্ত ভিক্ষুক তখন দ্রুত ভাত মেখে প্রথম লোকমা মুখের কাছে নিতেই..... ম্যাডামের সাত বছর বয়সী স্কুলে পড়া ছেলে টি এসে খেও না..! বলে ভিক্ষুক কে আওয়াজ দিলো মুখে লোকমা টি তুলতে বাঁধা দিলো। হঠাৎ ছেলের এমন আচরনে ভিক্ষুক এবং ম্যাডাম দু'জন ই অবাক হলো। ধমক দিয়ে ম্যাডাম বললেনঃ বাবু দুষ্টুমি করছো কেন? ওকে খেতে দাও। খেতে বাঁধা দিচ্ছো কেন? এবার ছেলেটি মাথা নিচু করে বললোঃআম্মু দুষ্টুমি করছি না, তুমিই তো আমাকে বই পড়ানোর সময় শিখিয়েছো... বাসী খাবার খেলে পেটে অসুখ হয়, অসুস্থ হয়। তুমিই তো আমায় শিখাচ্ছো যখন কাউকে আল্লাহ'র নামে দান করবে ভালো জিনিস থেকে দান করবে। কারন দান টা তুমি মনে মনে আল্লাহকে দিচ্ছো। আম্মু কাল রাতে খাবারের সময় ডাল খেতে চেয়েছিলাম, তুমি বলেছিলে "ডাল নষ্ট হয়ে গেছে খাওয়া যাবে না,তাহলে আমার অসুখ করবে। " অই ডাল খেলে যদি আমি অসুস্থ হই, তবে এই আংকেল টা খেলেও তো অসুস্থ্ হবে, সে ও তো আমার মতো মানুষ.....! ম্যাডাম মিসেস রহমানের মুখটা মুহুর্তে অপরাধীর মতো মলিন হয়ে গেলো।চোখে জল এসে গেলো তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন... "বাবা, আমার ভূল হয়ে গেছে আমার জ্ঞান চক্ষু তুমি আমার এতোটুকু বাচ্চা হয়েও খুলে দিলে.. আমি তোমাকে এতো কিছু পড়াই, শিখাই কিন্তু নিজে এ থেকে কিছু শিখতে পারি নি।" এমন অভূতপূর্ব দৃশ্য দেখে ভিক্ষুক লোকটিও কাঁদতে লাগলো। ম্যাডাম চোখ মুছতে মুছতে ঘরের দিকে পা বাড়ালেন, ভিক্ষুক কে বললেন.."ভাই তুমি ওটা খেও না। আমি তোমার জন্য ফ্রিজ থেকে ভালো খাবার এনে দিচ্ছি........।।" প্রিয় ভাই ও বোনেরা সবার কাছে বিনিত ভাবে অনুরোধ করছি কোন ভিক্ষুককে অবহেলা করবেন না, কারন তারাও আপনার আমার মতো মানুষ। [বি দ্রঃ তবে পেশাদার থেকে সাবধান]

456 Views

Comments