একজন সাগরের কাহিনী


ছোট্ট একটি শিশু আক্ষেপ করে বলাল আমি যা বুঝলাম ওর বাবা ৩য় সংসারে এবং মা ২য় সংসারে বর্তমান আছে। ও কারো কাছেই যায় ন

সাগর , বয়স ১০ বছর হবে। উচ্চতা ২৬ ইঞ্চি হালকা পাতলা গঠন, ওজন ১২-১৫ কেজি হবে।বর্ণনাটা একজন শিশু শ্রমিকের, বর্ণনা অনুযায়ী এমন একজন শিশুর বাবা- মায়ের আদরে থাকার কথা, অতি যত্নে  স্কুলে যাবার কথা। কথা যাই হোক সাগর কিন্তু এই বয়সে একজন শ্রমিক তার বেতন ২০০০/= দুই হাজার টাকা । সারা দিন তাকে অনেক কাজই করতে হয়। যেমন ৩ থেকে ৫ বা তারও বেশি দুরে গিয়ে পার্টির দোকানে মালামাল দিয়ে আসতে হয়। পার্টির কাছ থেকে টাকা নিয়ে আসতে হয়।
সাগরের এই পরিস্থিতির জন্য কিন্তু সাগর নিজে দায়ী নয়। দায়ী ওর বাবা, মা, নানা, নানী, দাদী। মূলত তার এই জীবনের মধ্যে নিক্ষেপ কারী হলো তার বাবা। সাগর, তার বাবা- মায়ের আদর তো দুরের তাদের সাথে দেখাও করতে চায় না। ও যে কাজ করে সে টাকা গুলো ওর বাবা, দাদী, নানী উঠিয়ে নেয়।

ছোট্ট একটি শিশু আক্ষেপ করে বলাল আমি যা বুঝলাম ওর বাবা ৩য় সংসারে এবং মা ২য় সংসারে বর্তমান আছে। ও কারো কাছেই যায় না দোকানে থাকে খায় ঘুমায়। মাঝে মাঝে নানী বাড়ী যায়। ওর একটা বোন আছে, মনটা খারাপ করে বলে “বোন কে দেখার ইচ্ছে হলে দাদী বাড়ী যাই। এখন বোনের বিয়ে হয়ে গেছে আর যাই না।”

সাগর, তার এমন জীবন নিয়েও হাসি-খুশিতে কাজ করে যায় কারণ ও এখনও অনেক ছোট। আমি প্রশ্ন করেছিলাম ওর মা এর কথা,ওর উত্তর ছিলো “মা -র আর এক জাগায় বিয়ে ওইছে।”

ছেলেটার বিষয়ে কৌতুহলী হয়ে সব জানলাম ওর কাছ থেকেই কারণ ও আমাকে প্রশ্ন করেছিল “ আপনে কোনে জাবেন ? ” ওর প্রশ্ন করা ছিলো নিঃসন্দেহে অবাক করার মত। তারপর থেকে পাশে বসিয়ে কিছু পথ যাত্রা।

This boy is very talent, but he is alone.

Comments