স্বাদের খাবার


সবাই দেখেন ‍আপনাদের প্রিয় খাবারের অবস্থা......

.

আমরা অনেকে রাস্তার পাশের খাবার খাই ভেলপুরি, ফুচকা ইত্যাদি। ছোট কোমলমতি বাচ্চাদেরকে কিনে দিই। কারণ তাদের আবদার আমরা ফেলতে পারিনা। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন এ খাবার কতটা নিরাপদ??? না। কারণ এ ভেবে দেখার প্রয়োজন আমরা মনে করি না। আমরা সবাই জানি কোন কাজ রাতারাতি করা সম্ভব নয়। সফলভাবে কাজটা করতে হলে সময় নিয়ে কাজটা করতে হয়। আমরা সবাই নিজেদের অবস্থান থেকে সচেতন ও সতর্ক থাকলে নিজেদের এবং দেশের জনগণের বিশেষ করে আপনার আমার কোমলমতি ছোট ছোট বাচ্চাদের স্বাস্থ্য ঝুঁকির যে সমস্যা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। কখনও কি ভেবে দেখেছেন এইসব নোংরা অস্বাস্থ্যকর খাবার খেয়ে আমাদের স্বাস্থ্যের পাশপাশি অর্থ ও সময় নষ্ট হচেছ। আমি ৬ষ্ঠ শ্রেণিতে ইংরেজি প্রথম পত্রে একটা গল্প পড়েছিলাম(এক বৃদ্ধ এবং তার ছেলেদের নিয়ে)। অনেকে পড়েছেন এবং জানেন। তারপরেও আমি সারাংশ তুলে ধরছি.........

এক বৃদ্ধের তিন ছেলে ছিল, তারা প্রায়ই ঝগড়া করতো। বৃদ্ধ তাদের ঝগড়া থামাতে ব্যর্থ। বৃদ্ধ এক দিন  একা কৌশল অবলম্ভন করল। সে ছেলেদেরকে এক আঁটি লাঠি দিল ভাঙ্গার জন্য, কিন্তু তারা কেউ পারলনা। যখন বৃদ্ধ আঁটি খুলে সবাইকে একটা করে লাঠি দিল সবাই তা ভেঙ্গে ফেলল। তখন বৃদ্ধ তাদের উপদেশ দিল যে, তারা সবাই ঝগড়া না করে এক সাথে মিলেমিশে থাকে তাহলে তারা যে কোন বিপদ মোকাবেলা করতে পারবে অন্যথায় তারা ক্ষতির সম্মুখিন হবে। অর্থাৎ এই গল্পের সারমর্ম হল “ দশের লাঠি একের বোঝা,, মানে একতা “

এই গল্পে শিক্ষা কাজে লাগিয়ে আমরা আমাদের সমাজ দেশ পাল্টে দিতে পারি।

আসুন আমরা সবাই সচেতন নাগরিক হয়ে আদর্শ  সমাজ ও দেশ গড়তে ভূমিকা পালন করি।

 

সবাইকে ধন্যবাদ। পড়ার জন্য....... 

 

নিচের ভিডিওটি অবশ্যই দেখবেন.......

 

Comments


Muhammad Rakibul Islam 5 years ago

খুব উপকারী একটা পোস্ট।
তবে টাইটেল টা আরো আকর্ষনীয় হতে পারতো। যেমন, ''স্বাদের খাবার খাচ্ছেন? দেখে নিন পরিনতি''

 
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry