ছ্যাকা


ছ্যাকা হতে উত্তোরন

.

ছ্যাকা। শব্দটাই একটু বাকা। অনেকে প্রেম করে, আবার প্রেম চলা কালীন নতুন প্রেম শুরু করে। আর ঝড়ের কবলে পড়েই অনেকে ছ্যাকা খেয়ে নেয়৷ আসলে ছ্যাকাই কিন্তু মানুষের সফলতার মূল চাবিকাঠি। আমার মনে হয় ছ্যাকা খেলে সফলতার মুখটা একটু দ্রুতই দেখা যায়। এই যে, আপনারা.....ছ্যাকা খেয়েছেন যারা। কখনো খেয়াল করেছেন কি? ছ্যাকা খাওয়ার পর আপনার ভিতরে পরিবর্তন কতটুকু।  যদি খেয়াল না করে থাকেন তবে এখন থেকে খেয়াল করার চেষ্টা করুন। আর দেখুন আপনার মধ্যেই কত পরিবর্তন।  আপনি হয়তো ছ্যাকা খাওয়ার পর কবিতা, গল্প বা উপন্যাস লেখার চেষ্টা করছেন। অনেকেই ভালে কিছু করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আপনি কি মনে করেন এই গুন আগে আপনার ছিলনা? অবশ্যই ছিলো। কিন্তু নিজেকে আবিষ্কারের চেষ্টা করেননি। তাই এখন থেকে ছ্যাকাকে আঘাত নয়, বরং সফলতার সিঁড়ি হিসেবে দেখতে শুরু করুন।

735 Ansichten

Kommentare