পথ-শিশুদের জীবন


পথ-শিশুদের জীবন

.

অবহেলিত শব্দটি পথশিশুদের জীবনের সঙ্গে যেন কোনো না কোনোভাবে ওতপ্রোতভাবে জড়িত। জীবনের প্রতিটি অধ্যায়ে তারা বিভিন্ন ধরনের অবহেলা আর বঞ্চনার শিকার। রাস্তাঘাটে এক টাকা-দুই টাকার জন্য তারা পথচারীকে অনুরোধ করে নানাভাবে। কেউ কেউ আবার কাগজ কুড়ায়। তীব্র শীতের মধ্যেও তাদের প্রায়ই গরম কাপড় ছাড়া দেখা যায়, যা অমানবিক ও দুঃখজনক। স্বাধীন দেশে এ পথশিশুদেরও সমান সুযোগ-সুবিধা নিয়ে বড় হওয়ার অধিকার আছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এ মৌলিক চাহিদাগুলো যথোপযুক্তভাবে পাওয়ার অধিকার তাদেরও আছে .। পথ শিশু এই কথাটা শুনলেই, মনের ভিতরে অদ্ভূত এক শিহরণ জেগে উঠে। কতটা কষ্টের মধ্যে কাটছে তাদের জীবন। কখনো কি ভেবে দেখেছি আমরা, কখনো কি এই পথ শিশুদের পাশে দাঁড়িয়েছি আমরা, দাঁড়াইনি। তাদের কষ্ট গুলো বুঝার চেষ্টা করিনি আমরা। এই পথ শিশুদের কারও মা নেই, কারও বাবা নেই কারও আবার মা - বাবা কেউ নেই। হয়তো বা কারও মা - বাবা থেকেও নেই। কতটা কষ্টে তাদের জীবন। আমরা কি পারিনা এই শিশুদেরকে ভালোবাসতে " তাদের পাশে এসে দাঁড়াতে " তাদের ভালবাসায় নিজে সিক্ত হতে? আসুন আমরা তাদেরকে অবহেলা না করে তাদেরকে ভালোবাসি। ওদেরকে অবহেলা না করি। ওরাও তো আমাদের মতো মানুষ " ওদের হাত কাটলেও রক্ত বেরোতে থাকবে " আমাদের হাত কাটলেও তো রক্ত বেরোবে তাহলে কেনো আমরা ওদেরকে অবহেলা করবো। ওদের চাওয়া পাওয়া গুলো কি কখনো বুঝার চেষ্টা করেছি আমরা? "- করিনি। ওরা আমাদের কাছে কি চায়? একটু ভালবাসা, দুবেলা একটু ভালো খেতে চায়, ভালো ভাবে একটু শান্তিতে বেচে থাকতে চায়। ওরাও কিন্তু আমাদের মতো জীবনটাকে সাজাতে চায়। আমরা কি পারিনা এই পথ শিশুদেরকে ভালবাসতে " ওদেরকে ভালবেসে বুকে টেনে নিতে " ওদের পাশে এসে দাঁড়াতে " ওদের ভালবাসায় নিজে সিক্ত হতে? একমাত্র আমরাই পারবো এই পথের অভিশাপ থেকে ওদেরকে মুক্তি করতে। কি বলেন আপনারা আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করলে অবশ্যই ওদেরকে এই অভিশাপ থেকে মুক্তি করতে পারবো।

Comments