বাংলাদেশের নদ ও নদী


বাংলাদেশের বুকের উপর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদী। নদীর সঙ্গে তাই এ দেশের মানুষের গভীর মিতালি।

.

পদ্মা, মেঘনা, যমুনা, ব্রম্মপুত্র এ দেশের বড় নদী। ছোট ছোট নদ নদী ও রয়েছে অনেক। এদের নাম ও ভারী মিস্টি। তিস্তা, করতোয়া, ঈষামতি, গোড়াই, মহানন্দা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, সুরমা, কর্ণফুলী, মাতামুহুরী ইত্যাদি। এসব নদ নদীতে চলে নানা রকম নৌকা। নৌকা গুলোর নাম ও খুব চমৎকার। কোসা, ডিঙ্গি, ছিপ, বালাম, বজরা, পানসি, সাম্পান, ময়ুরপঙ্খী। নদীর বাঁকে বাঁকে রয়েছে জেলেদের গ্রাম। নৌকা আর  জাল দিয়ে সারাদিন তারা নদীর বুকে ভেসে বেড়ায় আর মাছ ধরে। পদ্মা মেঘনায় ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। এদেশের, সাগর, নদী, খাল আর বিলে পাওয়া যায় নানা রকমের মাছ। সাগরের মাছের মধ্যে রয়েছে রূপচাঁদা, কোরাল, লাক্ষা, লইট্টা, ছুড়ি ও ফাইসা মাছ। নদী আর খাল-বিলে পাওয়া যায় রুই, কাতলা, মৃগেল, ভেটকি, চিতল, বোয়াল, শোল, কই, মাগুর, শিঙ, পাবদা, পুটি ও আরও নানা জাতের  মাছ। ভাত আর মাছ আমাদের প্রিয় খাবার। এ জন্যই আমরা বলি, 'মাছে ভাতে বাঙালি'। 

 

 

Comments