পলো বাওয়া উৎসব


সিলেটে শুষ্ক মৌসুমে হাওর ও বিলের পানি শুকিয়ে আসে।

.

লোকেরা তখন দল বেঁধে পলো ও জাল দিয়ে মাছ ধরতে নামে। মাঘের শুরুতেই বিশ্বনাথ উপজেলার বিভিন্ন বিলে ঘটা করে শুরু হয় ‘পলো বাওয়া উৎসব’। বিভিন্ন গ্রামের নারী-পুরুষ, শিশু-কিশোরের একসঙ্গে মাছ ধরার এই উৎসবের ঐতিহ্য প্রায় ২০০ বছরের। প্রতিবছরের মতো এবারও পলো হাতে গ্রামের ছোট-বড় সবাই নেমে পড়েছে মাছ ধরতে। গতকাল শনিবার বিশ্বনাথের গোয়াহারি বিলে হয়েছে এই উৎসব। পলো ও জাল নিয়ে বিলে মাছ ধরতে নেমেছে শত শত মানুষ।

Comments