সুন্দর্যের অনেক রুপ


সুন্দর্যের বহিপ্রকাশ ভালোবাসায় বিকাশ ঘটে। <br>ঘৃণিত ব্যক্তি যতই সুন্দর হোক মানুষ কখনো তা উপলক্ষ করে না।

.

সুন্দর্যের অনেক বর্ণনা

অনেক গ্রহ তারার উপমায় প্রকাশিত প্রিয়তমা

ভোরের সূর্য উদয় থেকে শুরু করে!

সূর্যাস্হ যাওয়ার সময়টুকু ভেদ করে

যেন সব কিছুই নত

 প্রিয়তমার পদ্বতলে।

আমি যাকে ভালোবাসি !

সেই তো চাঁদ-রুপসী

পক্ষান্তরে...

যাকে ঘৃণা করি !

তার চেয়ে কুৎসিত আর কিছুই হতে পারে না।।

সুন্দর্যের অনেক বর্ণনা...

 

 

সুন্দর্য টা নহেৎ কোন বাহিক আবরণে,

ভালোলাগা  ভালোবাসায়

সুন্দর্যের প্রকৃত রুপ প্রকাশ পায়

ঘৃণায় শুধু মনে সৃষ্টি করে আবরণ 

যাকে ঘৃণা করি !! 

সে কুৎসিত,

নিকৃষ্ট নর্ধমার কীট,

অতি বিকৃত রুপ

প্রেত আত্না স্বরুপ

এক চিলতে সুন্দর্য তাহার

পদ্বচিলতে প্রকাশ পায় না

সুন্দর্যের অনেক রুপ

 

 

 

 

417 Uitzichten

Reacties