সৌরভের আসনে বসছেন ডালমিয়া পুত্র


নাটকীয়ভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি

.

নাটকীয়ভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সভাপতি পদে আর কোনো আবেদন না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন তিনি।

সৌরভের বিসিসিআই সভাপতি হওয়া যেহেতু নিশ্চিত, তাই প্রশ্ন ওঠছে-সৌরভ যে পদে ছিলেন, সেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) মসনদে বসবেন কে? দুই জনের নাম শোনা যাচ্ছে সবচেয়ে বেশি। সৌরভের বড় ভাই এবং সাবেক ক্রিকেটার স্নেহাশিস গাঙ্গুলি এবং এখনকার সচিব অভিষেক ডালমিয়া।

জানা গেছে, এখন পর্যন্ত দু’জনের মধ্যে এগিয়ে আছেন জগমোহন ডালমিয়ার ছেলে অভিষেক ডালমিয়াই। শেষ মুহূর্তে খুব বড় কোনও নাটক উপস্থিত না হলে ডালমিয়া-পুত্রই বসে পড়বেন সিএবি-র সর্বোচ্চ পদে।

সেক্ষেত্রে সৌরভের বড় ভাই স্নেহাশিস হতে পারেন সচিব। শোনা যাচ্ছে, নিজের পরিবারের কাউকে রাতারাতি প্রেসিডেন্ট পদে বসিয়ে দিতে রাজি নন সৌরভ। তারও সমর্থন রয়েছে অভিষেকের দিকেই।

সৌরভের সঙ্গে মুম্বাইয়েই রয়েছেন অভিষেক। দু’জনের মধ্যে পারিবারিক সম্পর্কও রয়েছে। তাই অভিষেক শীর্ষ পদে বসলে সৌরভের সমর্থনও থাকবে। সৌরভ বোর্ডের প্রেসিডেন্ট হয়ে যাওয়ায় সিএবি প্রতিনিধি হিসেবে বোর্ডের বৈঠকে যাওয়ার ছাড়পত্রও পেতে পারেন ডালমিয়া-পুত্র।

সেক্ষেত্রে অভিষেকেরই সিএবি প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা জোরালো। তবে এখনও যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তাই স্নেহাশিসের নামটিও ফেলে দেয়া যাচ্ছে না।

Comments