জীবনপাতার এখনও তেমন কোন ইনকাম নাই। রাত জেগে কষ্ট করে ফ্রীল্যান্সিং করে টাকা ইনকাম করে আপনাদের পেমেন্ট দেই। তাই দয়া করে জীবনপাতার বিষয়ে আজে বাজে মন্তব্য করার আগে একটু নিজের বিকেবের সাথে বোঝাপড়া করে মন্তব্য করবেন।
1. জয়েন করলে ১ ডলার দিয়েছি একটা সময় পর্যন্ত সেটার প্রমোশন এখন শেষ। ভবিষ্যতে আবার দেওযা হতে পারে। যতদিন প্রমোশন চালু ছিল সবাই এক ডলার পেয়েছে। কেউ পেয়েছে বাকিদের একাউন্টে এখনও সেটা আছে। প্রায় ২০০০০ মেম্বারকে ১ ডলার করে দেওয়া হয়েছে। আমাকে ২০০০০ ডলার মানে প্রায় ১৭ লক্ষ টাকা পরিশোধ করতে হবে। কিন্তু জীবনপাতার এখন ১৭ হাজার টাকাও ইনকাম হয়েছে কিনা শিউর না।
২. লাইক কমেন্টের ডলার উইথড্র করা যায় না। মেম্বারদের উতসাহ দেওয়ার জন্য আমরা মাঝে মাঝেই সেটা দিচ্ছি। ভবিষ্যতেও দিবো। মনে রাখবেন এটা একস্ট্রা, এটা উপহার। আপনি লাইক কমেন্ট করছেন বলেই এই জমানো টাকা আপনি উইথড্র করতে পারবেনই এরকম কোন গ্যারান্টি আমরা দিচ্ছি না। এটা শুধুমাত্র বিজ্ঞাপন দেওযার জন্য ব্যবহার করা যায়।
ফেসবুক বিলিয়ন ডলার ইনকাম করে আপনাকে কি দিচ্ছে? আমাদের ইনকাম না থাকা সত্বেও আমরা চেষ্টা করছি আপনাদের সময়ের মুল্য দিতে। আপনার চিন্তা চেতনা যদি পজিটিভ না হয় তাহলে জীবনপাতা এগিয়ে যাবেনা। জীবনপাতা দাড়িয়ে গেলে আমাদের দেশ উপকৃত হবে। হাজার মানুষের কর্মসংস্থান হবে। জীবনপাতাকে যদি ভালবাসেন তাহলে দেশের জন্য বাসবেন, যদি টাকা ইনকামের জন্য জীবনপাতায় এসে থাকেন তাহলে আপনি বেশি সুবিধা করতে পারবেন না এখানে, হয়তো হতাশ হবেন।
Emran Talukder
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
Tanver Hassan
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
Syeda Gule Zannat
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?