অবাক সৃষ্টি ” সবুজ সোনার বাংলা
খোলাসা দু’চোখ দিয়ে যা দেখি
তাই লাগে সুন্দর,
নিরলে বসিয়াছে প্রবুদ্ধ জাদুকর।
স্নিগ্ধ দখিনা বাতাস যেন লাগে মোর গায়ে,
সুগন্ধ অনুভব করি আমি প্রতি নিশ্বাসে।
কান দিয়ে শুনি সাঁঝে দোয়েলের ডাক,
বেলা ডোবে চাঁদ উঠে, আসে আবার রাত।
যেদিকেই যাই আমি, চাঁদ যেন যাই মোর সঙ্গি,
আমি অবাক হয়ে তাকায়ে থাকি
নীল গগনের দিকে,
কেমনে বানিয়েছেন তিনি সবুজের এই প্রকৃতি।

image
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry