কেমন আছো?
পূর্ণিমায় চাঁদ আর জোছনা বিহীন অমাবস্যা রাত্রির
মতো আছি।
কেমন আছো?
বৃষ্টি বিহীন বর্ষাকালের মতো আছি।
কেমন আছো?
শিশির বিহীন শীতের সকালের মতো আছি।
কেমন আছো?
কৃষ্ণচূড়া গাছে ফুল না ফোটা বসন্ত কালের মতো আছি।
কেমন আছো?
রোদ্দুর বিহীন গ্রীষ্মের ভর দুপুরের মতো আছি।
কেমন আছো?
নিঃশব্দে পাতা না ঝরা হেমন্ত কালের মতো আছি।
প্রকৃতি কেমন আছে সেটা জিজ্ঞেস করিনি!
তুমি কেমন আছো সেটা জিজ্ঞেস করেছি?
হুম ভালো আছি।
আর আমি ছাড়া কেমন আছো?
ভালবাসা ছাড়া প্রেমিক যেমন থাকে তেমন আছি।