তুমি ছুঁয়ে দিলে
অজানা শিহরণ জাগে অবুঝ মনে।

তুমি নিশ্বাসের কাছে এলে এ বুকে কাঁপন ধরে।
তুমি আমায় দেখে একটু মুচকি হাসলে
আমার আকাশে জোছনা লুটায়।

তোমার নিষ্পাপ মুখ খানি,
দু হাতের আজলায় ভরে,
আমি কাটিয়ে দেই হাজারো ক্রোশ পথ।

ক্লান্ত শরিরে তোমার বুকে আমি ঘুমিয়ে যাই অবলিলায়।
শয়নে স্বপনে আমার আরাধনায়,
শুধু তোমাকেই আঁকি।

তুমি যে শুধুই আমার
আর কারো নয়।

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন