অপ্রয়োজনীয় বাক্যালাপে কাটে সময়
নিয়ম মেনে সওদা হয়
সপ্তাহান্তের হাটে , আমি
দুঃখবিলাসী তাই দরাদরি করে
ঝোলা ভরাই বিলাপের

গৃহস্থ ঘুমোলেই সজাগ হয় চোর
ধর্মকথায় লেখা থাকেনা
পেট ভরানোর ফর্মূলা,
মুঠোয় চেপে ধরি ফোন
সেও টুংটাং জানান দেয় অস্তিত্ব
প্রেম পাপোশে লুকোলেই
স্ক্রিনে ফুটে ওঠে অযাচিত
ভালো আছো ! জেগে আছো!
আরও কতকিছু ...

তবুও শেষ হয় রাত
সকালের সূর্য ওঠার সন্ধিক্ষণে
ঠোঁটের ব্যবধান লিখে রাখে
অব্যক্ত বেদনা, অপূর্ণতার পান্ডুলিপি ।।।

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন