বর্তমানে পথে-ঘাটে নারীদের উত্তক্ত বা হ্যারেজমেন্ট করার নতুন কৌশল হল ক্যামরা হাতে প্রাঙ্ক ভিডিও বানানো।
এ যেন হয়রানি করার এক লাইসেন্স হয়ে দাড়িয়েছে।
লক্ষ করলে দেখবেন, তাদের এসব নোংরা প্র্যাংক ভিডিও এর মুল লক্ষ্য বস্তু হল নারীরা। আরেকটু পরিষ্কার করে বললে, মুলত স্কুল-কলেজ পড়ুয়া মেয়েরা। এই নরপিশাচগুলো এতটাই ভয়ংকর যে, এদের নোংরামি থেকে বাদ যাচ্ছে না মায়ের বয়সী মহিলারাও।
প্র্যাংকের নামে নারীদের শ্লীলতাহানী হল এসবের মুল উদেশ্য। এদের থেকে এখন কেউই নিরাপদ নয়।পথে-ঘাটে, পার্কে মেয়েদের দেখলেই ক্যামরা হাতে নোংরা প্রশ্ন শুরু করে দেয়। এসব প্রশ্ন এতই নোংরা হয় যে তা ভাষায় লিখার মত না।এমনকি যার-তার ছবি বা ভিডিও ইচ্ছার বিরুদ্ধে অনলাইনে ছেড়ে দেয়।
এই জানোয়ার গুলোকে দেখে, সমাজে অন্যরাও উৎসাহিত হচ্ছে কিংবা সুযোগ খুজছে। হতে পারে, পরবর্তী প্র্যাংকটা হবেন আপনি কিংবা আপনার মা-বোন।
তাই সবাই সাবধান। আপনার আশে পাশে যেকোন সময় এসব প্র্যাংক করতে দেখলে ঠাস ঠাস গালের উপর চড় বসিয়ে দেবেন। দিয়ে বলবেন, "এটাও প্র্যাংক ছিল।" অথবা লোকজন জড় করে গনধোলাই দিয়ে পুলিশে দেবেন। সংগ্রহীত।
Md. Sabbir Ahmed
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
MD Shamim Khan
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?