রেফারেল সিস্টেমে পরিবর্তান আনা হয়েছে। এখন থেকে আপনার রেফার করা মেম্বার থেকে আপনি তখনই কমিশন পাবেন যখন সে তার প্রফাইল কমপ্লিট করবে এবং কমপক্ষে একটা পোস্ট করবে। স্ক্যামিং বন্ধের জন্য এমনটা করা হয়েছে। আশা করি এখন থেকে রেফারেল সিস্টেম চালু থাকবে। এর পরেও যদি কেউ ফেক একাউন্ট/রেফারেল করে তার একাউন্ট সাসপেন্ড করা হবে।

আমার মনে হয় #মাহামুদ_রাকিবুল ভাইয়া অনেক ভালো একটা নিয়ম করেছে ... সবাই আগিয়ে আসেন সঠিক নিয়মে একাওন্ট করেন সবাই এবং এই জীবন পাতা কে বিশ্ব দরবারে ফেসবুক এর মতো জনো প্রিয় করে তুলুন...। কারোন আমার মনে হয় ফেসবুক এর চাইতে জীবন পাতা বেস্ট
আপনারা যদি সঠিক ভাবে জীবন পাতা ব্যবহার করেন তাহলে আরো অনেক সুযোগ সুবিধ্যা পাবেন আসা করি এডমিন এর কাছ থেকে ...।

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন