বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ :লিসবনের যে ৮ দল কোয়ার্টার ফাইনাল খেলতে এসেছে তাদের সবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা এক করলে সংখ্যাটা দাঁড়াবে ১০। এই ১০ টি শিরোপাই বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখের। দুই দলেরই ৫টি করে। কোয়ার্টার ফাইনালে কেন বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ ম্যাচ নিয়ে উন্মাদনা সবচেয়ে বেশি সেটা বোধ হয় এরপর আর না বললেও চলে।সম্ভাব্য একাদশবার্সেলোনা : টের স্টেগান, সেমেদো, পিকে, ল্যাংলেট, আলবা, ডি ইয়ং, বুসকেটস, রবার্তো, ভিদাল, মেসি, সুয়ারেজবায়ার্ন মিউনিখ : নয়্যার, কিমিখ, বোয়াটেং, আলাবা, ডেভিস, থিয়াগো, গোরেতস্কা, মুলার, গ্যানাব্রি, কোমান, লেভানডফস্কিহেড টু হেডবায়ার্নের বিপক্ষে বার্সার রেকর্ড মোটেই সুবিধার নয়। ১০ দেখায় মাত্র দুইবার জয় পেয়েছে তারা। দুইবারই ম্যাচ ছিল ন্যু ক্যাম্পে। আর দুই ম্যাচ হয়েছে ড্র, বাকি ৬ বারই জিতেছে বায়ার্ন। ২০১৩ সালে দুই লেগ মিলিয়ে বায়ার্নের কাছে ৭-০ গোলেও হেরেছিল বার্সা ।
1xBET এর প্রেডিকশন অনুযায়ী বায়ার্ন মিউনিখের জয়ের সম্ভাবনা রয়েছে । ২০০৯, ২০১৩, ২০১৫ -তে এই দুইদল সবশেষ মুখোমুখি হয়েছে চ্যাম্পিয়নস লিগে। প্রতিবার এই টাইয়ের জয়ী দল শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ জিতে থেমেছে। বায়ার্ন মিউনিখ টুর্নামেন্ট ফেভারিট, বার্সেলোনার এবারের হালচাল আলাদা। আগের দুইবার রোমা আর লিভারপুলের কাছে নাটকীয় ব্যর্থতার পর লা লিগার শিরোপা হারানো বার্সা এখন অনেকটাই দুর্বল। মানসিকভাবেও বিপর্যস্ত। উলটো চিত্র বায়ার্নে, ঘরোয়া ডাবল জেতা হয়ে গেছে তাদের। ২০২০ সালে এক ম্যাচও হারেনি বাভারিয়ানরা। এমনকি সবশেষ ২৭ ম্যাচেও মাত্র একবার ড্র করেছে বায়ার্ন। এই সংখ্যাগুলো বলছে বায়ার্ন মিউনিখ ম্যাচের পরিস্কার ফেভারিট। । এটা আমরা শুধু প্রেডিকশন করে বলেছি | আগামীকাল এই খেলায় যদি বাজি ধরতে চান , তাহলে নিচের লিংকে ভিজিট করে রেজিস্ট্রেশন করুন ,এবং রেজিস্ট্রেশন করার সময় আমাদের প্রমোকোড ব্যবহার করলে ১৩০% বোনাস পাবেন |
যেকোনো হেল্প এর জন্য লিখুন আমাদের মার্কেটিং অপারেটরকে :
Whatsapp +79910366808
Imo +79252435933
ZH Nahid
Delete Comment
Are you sure that you want to delete this comment ?