Assalamualaikum
"
"
একটি মেয়ে যখন তার বিশ
বছরের জীবন ছেড়ে বাকি
জীবনের জন্য সম্পূর্ন নতুন
পরিবেশে চলে আসে তখন সে
কত কিছুই না পিছনে ফেলে
রেখে আসে। মায়ের গায়ের
গন্ধ, মায়ের হাতের রান্না,
বাবার বকুনি, বাবার আদুরে
ডাক, ভাইয়ের আদর,
মারামারি, বোনের খুনসুটি
কত কিছু বিসর্জন দিয়ে
আসতে হয়। ছাদে বসা সেই
প্রিয় জায়গাটা, নিজের
পড়ার টেবিলটা, নিজের
ড্রেসিং টেবিল, নিজের
খাট, বালিশ, ঘরের সেই
ছোট্ট জানালাটাও বিসর্জন
দিয়ে চলে আসতে হয়। সব কিছু
পিছনে ফেলে বাকি
জীবনের জন্য নিজেকে
গুছাতে হয়। গল্পের বইগুলো
পরে থাকে একমনে...
বারান্দাটা নিঃসঙ্গ
কাটায়। টেবিলের
বইগুলোতে ধুলো জমে...
জামাকাপড়গুলো গুছিয়ে
পরে থাকে ওয়্যারড্রোবে... .
ছেলেরা, এতো কিছু ফেলে
রেখে যখন একটি মেয়ে
তোমার কাছে, তোমার
পরিবারের কাছে চলে আসে,
তোমার উচিত তাকে সম্মান
করা। তোমার, তোমাদের
উচিত তাকে সময় দেয়া
মানিয়ে নেয়ার জন্য। মনে
রেখো, তোমাকে কোন কিছু
বিসর্জন দিয়ে আসতে হয়নি,
তোমার সবকিছুই তোমার
আছে। তাই জীবনের সবকিছু
ফেলে আসা মেয়েটিকে বন্ধু
ভেবে ওর পাশাপাশি পথ
চল, ওকে সাহস যোগাও, ওকে
তোমার পরিবারের সাথে
বন্ধুত্ত গড়ার পথটা সহজ করে
দাও। মেয়েটিকে
ভালবাসো৷"

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন