আপনার বেতন ৪০ হাজার টাকা, কিস্তিতে টিভি কিনেছেন ৭০ হাজার টাকা দিয়ে, এখন আপনি হাফ বেতন পাচ্ছেন? টিভির কিস্তি কি মাফ হবে? সেটা কি মাফ হওয়া উচিত? নাকি সরকার সেখানে হস্তক্ষেপ করবে? আপনার পয়সা নাই জেনেও কেন টিভি কিনেছেন?

আপনার বেতন ৭০ হাজার টাকা, বিয়ের পর কিস্তিতে হানিমুন করতে গিয়েছিলেন বালিতে। কেন বালিতে কিস্তি নিয়ে হানিমুন করা লাগবে? আর এরপর যদি, কোন কারনে আপনার উপার্জন কমে যায়, তাহলে কেন আপনি হানিমুনের কিস্তি পরিশোধ করবেন না? এই টাকা কি মাফ হবে নাকি সরকার এসে দিয়ে যাবে?

আপনার বেতন ১ লক্ষ টাকা, গাড়ি কিনেছেন ১৫ লাখ দিয়ে, এখন বেতন কমে গেছে, বা জব নেই, এবার সেই কিস্তিটা দিবেন কি দিয়ে? কিস্তি কি মাফ করে দিবে? সেটা কি যৌক্তিক কথা? কেন গাড়ি কিনেছেন? গনপরিবহনে আরও ২-৪ বছর চলে তারপর তো কেনা যেতো, সরকার আপনাকে কি দেখবে? কেন দেখবে?

বেতন পেতেন ২ লাখ, ফ্ল্যাট বুকিং দিয়েছেন ১ কোটি টাকার, এখন এই লোন কোন লজিকে দাতা মাফ করে দিবে, আমার এন্টেনায় ধরে না। ক্রেডিট কার্ডে ইচ্ছামতো কিনাকাটা করেছেন, অথচ, সেই টাকা আপনার না, আপনি উপার্জনই করেন নাই, তাহলে খরচ করতে গিয়েছিলেন কেন?

৫০ লাখ টাকা সেভিং ছিলো, লোন নিয়ে বাড়ি করেছেন, এখন লোন শোধ করতে পারেন না, বাড়ি বানানোটা কি খুবই দরকার ছিলো, আরও ৩-৪ বছর পর বাকিটাকা এক করে বানানো যেতো না কি?
বাকিটা কমেন্টে
#jibonpata

  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry