সবাইকে শুভেচ্ছা জানিয়া শুরু করলাম ইন্টারনেট এ ঘরে বসে আয় বিষয়ক আমার প্রথম লেখার কাজ। ইন্টারনেট এ ঘরে বসে আয় বা আউটসোর্সইং এই কথাটি আজ প্রযুক্তির কল্যাণে আমাদের তরুন প্রজন্মের মুখে মুখে আজ ঘুরছে। সেই সাথে আমদের দেশের তথা কথিত কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা “ইন্টারনেট এ ঘরে বসে আয়” বা “আউটসোর্সইং” এর প্রশিক্ষণ এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় কারার সপ্ন দেখিয়ে আমাদের তরুন সমাজের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। ফলে আমাদের দেশের তরুনেরা প্রতারিত হয়ে বিদায় নিচ্ছেন। প্রযুক্তি বিষয়ে আমার জ্ঞান খুব ই কম তবুও আমার মাঝে যা আছে তা যদি সবার মাঝে ছড়িয়া দিতে পারি তবেই আমার কষ্ট সার্থক