হে কিশোরী কবোষ্ণ বুকের চুড়োয়
কতটুকু প্রেম রেখেছো লালন করে?
কতটুকু মান অভিমান!
সঞ্চয়ী এক চাষীর মতো
কতোটা বীজ জমিয়েছো হংসমিথুন
মৌশুম তো এসেই গেছে হে কিশোরী,
কতটুকু প্রেম রেখেছো!
কোমল হাতের ঐ আঙুলে
কতোটুকু স্নেহের পরশ আলতো লাজুক
রেখেছো হে চোখের ভিতর গভীরতায়
কতটুকু সুখ রেখেছো!
