চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে বুধবার ছাড়পত্র পাওয়া তিন রোগীর মধ্যে দুজন সাতকানিয়ার বাসিন্দা এবং একজন নগরীর বাসিন্দা। বর্তমানে জেনারেল হাসপাতালে আরও ৪০ জন রোগী চিকিৎসাধীন আছেন।

পরপর দুইটি নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ হয়ে বিদায় নেয়া এই তিনজন হলেন মো. রুমন (২৫), এনাম (২৭) ও মনির (৩১)।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে তিনজন, বুধবার (২২ এপ্রিল) একই জেনারেল হাসপাতাল থেকে পাঁচ জন এবং তার আগে গত ২০ এপ্রিল বিআইটিআইডি থেকে দুই জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

এরআগে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসিফুল হক এবং নগরীর দামপাড়া এলাকার শনাক্ত হওয়া প্রথম রোগী মুজিবুর রহমান ছাড়পত্র পান।

আরো পড়ুন- ‘পঙ্গপাল’ হানামুক্ত বাংলাদেশ, ভারতীয় প্রতিবেদনটি মিথ্যা

সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বন্দরনগরীতে ৬৫ জন আক্রান্ত ছাড়াও বাইরের জেলা থেকে আসা তিনজনকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রামের দুটি ল্যাবে এই পর্যন্ত ২ হাজার ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম জেলায় আজকের শনাক্ত ৪ জনসহ মোট শনাক্ত হয়েছে ৬৯ জন।

বুধবার (২৯ এপ্রিল) ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এবং চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) করোনার সর্বশেষ পরীক্ষায় চট্টগ্রামের চারজনসহ মোট ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

image
  • إعجاب
  • حب
  • هههه
  • رائع
  • حزين
  • غاضب