একমুঠো স্বপ্নের মৃত্যু নয়,
যুগ,কাল,শতাব্দীর মৃত্যু নয়;
বাস্তবতার নির্মম কষাঘাতে
প্রতিটি মূহুর্তের বুকে মৃত্যু রচিত হয়।
সেই মৃত্যুর স্রোতেই ভেসে গেছো তুমি,
আমিও ভুলে গেছি তোমায়(?)
ভালো থেকো তুমি তোমার মতো করে
আমিও আমার মতোই!
স্বেচ্ছায় সকল দায় কাঁধে নিয়ে.....