স্বামীর সাথে তুমুলঝগরা হওয়ার পর স্ত্রী বাপের বাড়ি চলে গেলো. দুই দিন পর স্বামীর রাগ কমলে নিজেই স্ত্রীর কাছে ফোন দিয়ে বললো, ভুল আমারই ছিলো। এমন আর কখনও হবে না। কথা দিচ্ছি। তুমি চলে আসো। স্ত্রী : তোমার কাছাকাছি কোনো গ্লাস আছে? স্বামী : হ্যাঁ আছে। স্ত্রী : গ্লাস টা হাতে নাও। স্বামী : নিলাম। স্ত্রী : এবার ওটাকে জোরে আছার মারো। স্বামী : হুম মেরেছি। স্ত্রী : এবার ভাঙ্গা টুকরো গুলো জোড়া লাগাতে পারবে? স্বামী : না পারবো না। কারণ গ্লাসটা তো ভাঙ্গেই নি। ওটা ইস্টিলের গ্লাস ছিলো। স্ত্রী : দুস্ট কোথাকার আর মানুষ করতে পারলাম না। অফিস থেকে ফেরার পথে নিয়ে যেও।
Habibullah Mullah
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟