সরকারের প্রনোদনা ৭২,৭৫০ কোটি টাকা যদি ১৮ কোটি জনগনের মাঝে সমান ভাগে ভাগ করে বন্টন করা হয় তাহলে জনপ্রতি পাওয়ার কথা ৪০৪১.৬৬ টাকা।
এখন দেখা যাক জনগন কত পায় ?

#ও_হ্যা! আরেকটা হিসেব করা যাক!

করোনা পরিস্থিতি মোকাবিলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ।

ধন্যবাদ মমতাময়ী প্রধানমন্ত্রী।

বাংলাদেশের মোট ১৮ কোটি জনগন।

প্রতি পরিবারের সদস্য সংখ্যা গড়ে তিনজন ধরা হলেও দেশে মোট পরিবারের সংখ্যা
(১৮÷৩)=৬ কোটি।

প্রত্যেক পরিবারের ১ মাসের খোরাক........

৫০ কেজি চাল = ১৫০০ টাকা
৫ কেজি ডাল = ৩০০ টাকা
২.৫কেজি তেল= ২০০ টাকা
১০ কেজি আলু= ২০০ টাকা
৩ কেজি পিয়াজ= ১০০ টাকা
নগদ-প্রদান
(সবজির জন্য)= ৭০০ টাকা
___________________________
সর্বমোট = ৩০০০ টাকা

৬ কোটি পরিবার x ৩০০০ টাকা= ১৮,০০০ কোটি টাকা খরচ হবে।
রয়ে যাবে আরো ৫৪ হাজার ৭৫০ কোটি টাকা যা দিয়ে অন্য সেক্টর গুলো সামলানো যাবে।

প্রত্যেক পরিবারের ১ মাসের খোরাক দিয়ে সমস্ত বাংলাদেশ ৩০ দিনের জন্য লক ডাউন করে দেন।
কোন পাতি নেতাকে এই দায়িত্ব না দিয়ে সংসদ সদস্যদের মাধ্যমে, সেনাবাহিনী,পুলিশ,নৌবাহিনী,বর্ডার গার্ড, RAB সবাইকে কাজে লাগান ত্রাণ বিতরণে ও লক ডাউনে।

৩০ দিন বাংলাদেশকে গৃহবন্দি রাখেন দেশকে ৩০ বছর পিছিয়ে পড়া থেকে বাঁচান।
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry