সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের মহামারীর কথা আমাদের কারো অজানা নয়, বাংলাদেশেও এই ভাইরাসের প্রাদুর্ভাবে আজ জনজীবন বিধ্বস্ত। সামাজিক দূরত্ব মেনে চলা এবং যে যার বাসায় আইসোলেট করা ছাড়া এর থেকে বাঁচার আর কোন উপায় নাই। কিন্তু দেশের অর্ধেকেরও বেশি মানুষ যাদের সঞ্চয় বলতে একদম কিছুই নেই, সংসার চলে দিন আনি দিন খাই এই সিস্টেমে, এক দিনের জায়গায় দুই দিন ঘরে বসে থাকলে যাদের ক্ষুধা নিবারণের একটুও বিকল্প নাই।

আমরা, যাদের সামর্থ্য আছে তারা কি এগিয়ে আসতে পারি না এই অসহায় মানুষদের পাশে দাড়াতে? বিডিসাইক্লিস্টসের লাখো সদস্য গুড অ্যাক্ট ও অন্য দুর্যোগকালীন সময়ে যেমন পরিস্থিতির মোকাবেলায় সাহায্য সহযোগিতা করেছেন, এইবারও খোলা মনে এগিয়ে আসবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

আমাদের প্রধান উদ্দেশ্য যত বেশি সম্ভব পরিবারের জন্য কমপক্ষে দুই সপ্তাহের খাবার ব্যবস্থা করে দেওয়া। প্রোগ্রামটি সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা ডোনেট করতে ক্লিক করুন এই লিঙ্কে https://www.facebook.com/events/554809005145166/

Race Against Hunger | A BDCyclists Initiative
www.facebook.com

Race Against Hunger | A BDCyclists Initiative

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন