তুমি নীল একটা শাড়ি
পরবে!গাঢ় নীল না কিন্তু
আবার হালকা নীলও না! তুমি
বুঝছো তো আমি কি বলতে চাচ্ছি?
আচ্ছা, কিন্ত হঠাত নীল কেন,
নীল শাড়িতে তোমাকে বেশি সুন্দর
লাগে তাই!তুমি কিভাবে বুঝলে,
তুমি তো কখনো আমাকে নীল
শাড়িতে দেখনি!
দেখা লাগে না আমি
এমনিতেই ভাবতে পারি
তোমাকে কেমন লাগবে