Onugroho kore porun 🙏🏼♥️

মনে রাখবেনঃ
করোনার কোন ঔষধ নেই। ঔষধ দেয়া হয় শুধুমাত্র রোগের লক্ষন কমিয়ে রাখার জন্য। আক্রান্ত হওয়ার পর রোগীর রক্তে অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। সেই অ্যান্টিবডি ভাইরাসের সাথে যুদ্ধ করে ভাইরাসকে মেরে ফেলে। যথেষ্ট পরিমান অ্যান্টিবডি তৈরী হলে, অ্যান্টিবডি জিতে যায়, ফলে রোগী সুস্থ হয়। যারা যথেষ্ট পরিমান অ্যান্টিবডি তৈরি করতে পারেনা তারাই মৃত্যুবরণ করে। বয়স্কদের রক্তে যথেষ্ট পরিমান অ্যান্টিবডি তৈরি হওয়ার সম্ভাবনা তুলনামুলকভাবে কম।
রোগী সুস্থ হয়ে গেলে চিকিৎসকের কোন কৃতিত্ব নেই বা রোগী মারা গেলেও চিকিৎসকের কোন দোষ নেই। আক্রান্ত ব্যাক্তি বাড়িতে থেকেই ভাল হয়ে যেতে পারে। তবে দুই সপ্তাহ পরিবারের লোকজন থেকে দশ হাত দূরে থাকতে হবে।
অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা বৃদ্ধি করার জন্য কিছু খাবার যেমন, রসুন, কালোজিরা, আদা, পেয়াজ, মধু, মাশরুম, লেবু, পেঁপে, হলুদ (বাজার থেকে কেনা মশলার গুঁড়ায় ওজন বাড়ানোর জন্য বিসাক্ত সীসা মেসানো থাকে- সাবধান), দই, ডিম, দুধ, সামুদ্রিক মাছ ইত্যাদি খেতে পারেন। উল্লেখ্য - এই খাবারগুলোর সাথে COVID-19 এর কোন সম্পর্ক নেই। এই খাবারগুলোর মধ্যে এমন কিছু পুষ্টি উপাদান থাকে যেগুলো সার্বিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

Collected

  • إعجاب
  • حب
  • هههه
  • رائع
  • حزين
  • غاضب