Translate   4 years ago

আমরা অক্লান্ত পরিশ্রম ও অধ্যাবসায় দ্বারা,
পেয়েছি আধুনিকতার ছোয়া,
হারিয়েছি মায়া মমতা স্নেহশীল প্রাণবন্ধতা,
বানরের মতো অনাবৃত দেহ কে,
চাকচিক্যময় পুষাকে আবৃত করে সেজেছি মডার্ন
অহংকার আর দাম্ভিকতায় হারিয়েছি
সেই মন মুগ্ধকর স্বজনের প্রতি ভালোবাসা।
এই তো কিছু দিন পূর্বেকার কথা,
রাস্তাঘাট তেমন ভালো ছিলো না, হেটে যেতে হতো,
মা তার মেয়েকে দেখার জন্য দু,থেকে তিন দিন পূর্ব
থেকেই যাওয়ার জন্য প্রস্তুতি নিতো
নানা প্রকার পিটা তৈরি তে ব্যস্ততম মা।
তবু ও যেনো আরো কিসের অভাব নিজেকে তারা দিচ্ছে...
কতো কি যে আসছে মনে কি নেবে আর মেয়ের জন্য..?
সারাটি দিনের ক্লান্ত শেষে
বিছানায় হেলান দিয়ে শুয়ে থাকা মেয়ের বাবাকে
আকুল আবেদন,
গন্জে যাও মেয়ের জন্য কিছু নিয়ে এসো।
গৃহপালিত মুরগী ও আছে মেয়ের ভাগ্যে,
আছে নিজের আবাদ করা শীত কালীন সবজীর সমাহার।
সব কিছু নিয়ে মা তার ছোট ছেলে কে নিয়ে পারি দিত মেয়ের বাড়ি।
হয়তো সব কিছু বহন করা বৃদ্বা মায়ের পক্ষে সম্ভব হতো না,
তাই ছোট ছেলেটা ও বহন করতো,
মুরগীর বৃষ্টা আর সবজীর চুয়ে পরা পানি প্রচণ্ড খরার উত্তাপে
শরীর বেয়ে ঝরা ঘাম আর ধুলিবালীতে
শারাটি দেহ আর পুষাক-আসাক হয়ে যেতো একাকার।
অধিক ভারী মাল বহনে মনে হতো যেনো গা হতে দু,হাত
হয়ে যাচ্ছে বিচ্ছিন্ন,
তবু ও যাত্রার শেষ নেই,
কোন এক ছায়া তলে কিছু বিশ্রাম গ্রহনে হালকা মাথা যিমুনি।
হাটতে হাটতে পায়ে ব্যথা হয়ে যাওয়া
মায়ের আগমনের কথা শুনে পাগলের মতো সেই মেয়েটি ছুটে আসা।
অ আ ক খ এর জন্য প্রতিনিয়ত মার খাওয়া
সেই ছোট ভাই কে জরিয়ে
ধরে বলা অনেক বড় হয়ে গেছিস বলার মতো বোন টি ও আজ নেই।
আজ যানযটের জন্য মেয়ে দেখার যাত্রা বন্ধ করে দিতে পারি আমরা।
পুষাক নষ্ট হবে বলে হাতে নিতে পারিনা সেই থলি টি।
প্রয়োজনবোধে
বাহিরে দোকানী থেকে নিয়ে নিতে পারি একগাদা ফরমালিন।
আজ শুধু নামে মাত্র সম্পর্ক টা রয়ে আছে,
সংস্কৃত হয়েছে স্নেহ মমতা ভালোবাসা।

image
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry