হিন্দু মহাসভার দাবী- দিল্লির ঐতিহাসিক কুতুব মিনার, আগ্রার তাজমহল এমনকি সৌদি আরবের হারাম শরীফ, এই সবই নাকি ছিল হিন্দু মন্দির। শুধু তাই নয়, এমন দাবী করে ক্যালেন্ডার প্রকাশ করা নিয়ে নতুন করে শুরু হয়েছে হৈচৈ।
হিন্দু মহাসভায় কি শিক্ষিত লোকের এতোই আকাল যে তারা তাদের নিজের দেশের কুতুব মিনার আর তাজমহলের ইতিহাসটাও জানে না? এরা কি সব মুর্খ না মাতাল? নাকি উস্কানি পয়দার নয়া তত্ত্ব? মক্কার কাবা শরীফের কথা বাদই দিলাম।
দিনদিন এদের পাগলামি যেভাবে বেড়ে চলেছে, না জানি কোন দিন দাবী করে বসে রোমান ক্যাথলিক চার্চও হিন্দু মন্দির ছিল। কিংবা বলতে পারে গোটা মধ্যপ্রাচ্য নিয়েই ছিল অখন্ড ভারত! আসলে এই জাহেলদের শয়তানির কোনো লিমিট নাই। যা খুশি করতে পারে, যা খুশি বলতে পারে।
MD Zahidul Islam
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?
MD Shamim Khan
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?